চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারত

মঙ্গলবার লন্ডনের কেনিংটন ওভালে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠেছে ভারত। টস হেরে ব্যাট করতে নেমে নয় উইকেটে দুইশ ৩৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ। এর জবাবে ৩৯ ওভার একবলে দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। জাদেজার ঘূর্ণির ঝড়ে আর পরে ব্যাট হাতে শিখর ধাওয়ানের অপরাজিত সেঞ্চুরির সুবাদে ৮ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত । বি’ গ্রুপে প্রত্যেক দলের দুটো করে ম্যাচ শেষে ভারতের চার এবং ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দুই পয়েন্ট করে। দুই ম্যাচেই হেরে যাওয়া পাকিস্তানের পয়েন্ট শূন্য।শুক্রবার কার্ডিফে ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের বিজয়ী দল ‘বি’ গ্রুপ থেকে শেষ চারে ভারতের সঙ্গী হবে। পরদিন১৫ জুন এজবাস্টনে ভারত-পাকিস্তান লড়াই শুধুই নিয়ম রক্ষার জন্যই হবে।ওয়েস্ট ইন্ডিজ ২৩৩ রানে থেমে যাওয়ার পর বাকি দায়িত্বটুকু ছিল ভারতীয় ব্যাটসম্যানদের ওপর।ধাওয়ানের অপরাজিত ১০২ রান  ছাড়াও দুই ওপেনার রোহিত শর্মা আর দীনেশ কার্তিক মিলে ১৫ ওভারেই তুলে নিয়েছিলেন ৯৮ রান। দলীয় ১০১ রানের মাথায় ৫২ রান করে রোহিত আউট হয়ে যান। এর কিছুক্ষণ পর ১২৭ রানে ফিরে যান বিরাট কোহলিও (২২)। তবে ভারতের জয় সবসময়ই নিশ্চিত ছিল । ওয়েস্ট ইন্ডিজ ২৩০ করতে  পেরেছে আটে নামা ড্যারেন স্যামির  ফিফটির সুবাদে।  ১৮২ রানে পড়েছিল নবম উইকেট।দশম উইকেটে কেমার রোচের (০) সঙ্গে সাবেক অধিনায়ক ড্যারেন স্যামির (৩৫ বলে ৫৬) ২৭ বলে অবিচ্ছিন্ন ৫১ রানের জুটির সুবাদে আড়াইশর কাছাকাছি পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৩৬ রানে ৫ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার জাদেজা। ৬৭ ম্যাচের ক্যারিয়ারে এই প্রথম পাঁচ উইকেট নিলেন তিনি।আর তাই অবধারিতভাবেই  ম্যাচ সেরা হন তিনি।  আজ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যের ম্যাচটি । dhawan-vssa_300

আপনার মতামত দিন