ফেডারেশন কাপ ফুটবল

ফেডারেশন কাপ আয়োজন সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে যুক্ত হলো ওয়ালটন। বেশ কিছুদিন ধরেই স্পনসর-সংকটে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। গত চার মৌসুমের সঙ্গী গ্রামীণফোন এবার নতুন করে চুক্তি করবে কি না, সেটা নিয়েও আছে সংশয়। তবে বাফুফেPhoto of Press Conference at BFF regarding Walton Federation Cup-2013 dর এই দুর্দিনে এবার পাশে এসে দাঁড়িয়েছে ইলেকট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। প্রথমবারের মত ফেডারেশন কাপের স্পন্সর করতে যাচ্ছে কোম্পানিটি। গতকাল বৃহস্পতিবার বাফুফে ভবনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং ওয়ালটনের মাঝে এই চুক্তি স্বাক্ষর হয়। এবার ফেডারেশন কাপে বাংলাদেশ লিগের দশটি দল ছাড়াও রহমতগঞ্জ ও বিকেএসপি অংশগ্রহণ করবে। ফেডারেশন কাপে ওয়ালটন স্পন্সর হিসাবে বাফুফেকে দিবে করবে ২০ লাখ টাকা। এছাড়াও প্রাইজমানি এবং র‌্যাফেল ড্র বাবদ খরচ করছে দশ লাখ টাকা। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালের জন্য বিশেষ পুরস্কার থাকবে ওয়ালটনের পক্ষ থেকে। এছাড়া ম্যান অব দ্য টুর্নামেন্ট পাবে একটি ফিউশন ১১০ মোটর বাইক।১৬ নভেম্বর বাফুফের নির্বাহী কমিটির সভায় টুর্নামেন্টের তারিখ নির্ধারণ এবং চার গ্র“পের ড্র অনুষ্ঠিত হবে। এই চুক্তি অনুষ্ঠানে বাফুফের সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী বলেন, দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির মাঝেও ওয়ালটনের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়। আমরা তাদের স্বাগত জানাই এবং সফলভাবে এই আয়োজন সম্পন্ন করতে পারব বলে আশা করি। ওয়ালটনের ডিরেক্টর-ইন-স্পোর্টস ইকবাল বিন আনোয়ার ডন জানান, আমরা প্রথমবারের মত ফেডারেশন কাপের স্পন্সর হতে যাচ্ছি। আমরা ভবিষ্যতে আরো টুর্নামেন্টের আয়োজনের সঙ্গে থাকব। ফুটবল নিয়ে আমাদের আরও বেশ কিছু ভালো পরিকল্পনা রয়েছে। আগামী ২০ নভেম্ব থেকে ফেডারেশন কাপ মাঠে গড়াবে।

আপনার মতামত দিন