ফাইনালে প্রাইম ব্যাংক

Bijoy-Dibosh-T20বিজয় দিবস টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে প্রথম দল হিসেবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। টুর্নামেন্টের শেষ রাউন্ডের খেলায় তারা মিরপুর হোম অব ক্রিকেটে আবাহনীকে ১৬ রানে পরাজিত করে। টসে হেরে ব্যাটিং করতে নেমে প্রাইম ব্যাক ছয় উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করেন। লক্ষ তাড়া করতে নেমে আবাহনি পাঁচ উইকেট হারিয়ে ১৫৯ রানের বেশি করতে পারেনি।  দুপুর বারোটায় ম্যাচটি শুরু হয়েছে।  প্রাইমের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেন আনামুল হক বিজয়। ৪৩ বলে পাঁচ চার ও তিন ছয়ে ৬৯ রানের ঝড়ো ইনিংস খেলেন আনামুল। এছাড়া সাব্বির রহমান রুম্মনের ব্যাট থেকে আসে ২৬ রান। ২৫ রান করেন সাকিব আল হাসান।  শেষ দিকে সৈকত আলীর ১৫ ও অলোক কাপালির ১০ রানে ইনিংসে ভর করে লড়াই করার মতো পুঁজি পায় প্রাইম।  আবাহনীর হয়ে নাবিল সামাদ ও মাহমুদুল্লাহ দুটি করে উইকেট দখলে নেন। একটি করে উইকেট নেন শুভাষিস রায় ও সৌম্য সরকার।  জবাবে নাজমুল হোসেন মিলনের ৪৬ রানের ইনিংসে আবাহনী লড়াই করলে ও জয়ের মুখ দেখতে পারেনি। মিলন ৩৮ বলে এক চার ও তিন ছয়ে ৪৬ রান করেন।  এছাড়া সোহরাওয়ার্দি শুভ ৩৫ ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ২০ রান করেন। প্রাইমের হয়ে একটি করে উইকেট নেন সাকিব,গাজী,তাইজুল ও সাব্বির রহমান। আনামুল হক বিজয় ম্যাচ সেরা নির্বাচিত হন।

আপনার মতামত দিন