তৃতীয় হয়েছেন বাংলাদেশের সেরা গলফার

থাইল্যান্ডে কুইন্সকাপ গলফে তৃতীয় হয়েছেন সিদ্দিকুর রহমান। srআগের দুই রাউন্ডে সাদামাটা খেললেও তৃতীয় রাউন্ডে ঘুরে দাঁড়িয়ে ছিলেন সিদ্দিকুর। পারের চেয়ে সাত শট কম খেলে দুই নাম্বারে উঠে এসেছিলেন দেশের প্রথম পেশাদার গলফার। তৃতীয় রাউন্ডের সফলতাই শিরোপা জয়ের আশা যোগাচ্ছিলেন হিরো ওপেন জয়ী এই গলফার। তবে চতুর্থ রাউন্ডে আবারও খেই হারিয়ে ফেললেন সিদ্দিকুর রহমান। শেষ দিনে পারের চেয়ে এক শট বেশি খেলে যৌথভাবে তৃতীয় হয়েছেন বাংলাদেশের সেরা গলফার। চার রাউন্ড মিলে পারের চেয়ে ১০ শট কম খেলেছেন সিদ্দিকুর। থাইল্যান্ডের সামুই দ্বীপের সান্তিবুরি সামুই কান্ট্রি ক্লাবে এই প্রতিযোগিতা থেকে সিদ্দিকুর আয় করেছেন ১৬ হাজার ৯৫০ মার্কিন ডলার। বাংলাদেশের আরেক গলফার জামাল হোসেনও শেষ দিনে ভাল খেলতে পারেননি। চার রাউন্ড মিলে পারের চেয়ে ৬ শট বেশি খেলে যৌথভাবে ৪৭তম হয়েছেন তিনি। শেষ রাউন্ডে পারের চেয়ে ৪ শট বেশি খেলেন তিনি। এখান  থেকে জামাল আয় করেছেন ১ হাজার ৫৯৭.৫ ডলার। পারের চেয়ে ১২ শট কম খেলে চ্যাম্পিয়ন হওয়া থাওর্ন ভিরাতচান্ত পেয়েছেন ৫৪ হাজার ডলার।

আপনার মতামত দিন