চ্যাম্পিয়নস ট্রফিতে আজ মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

বাড়তি উত্তেজনা মানেই ভারত-পাকিস্তানের ম্যাচ। তারপর আবার যদি হয় কোনো বিশ্ব প্রতিযোগিতার ম্যাচ তাহলে তো কথাই নাই। চিরপ্রতিদ্বন্দ্বী দু’দল ভারত-পাকিস্তান লড়াইয়ের এবারের মঞ্চ চ্যাম্পিয়নস ট্রফি ২০১৭। আর বিশ্বমঞ্চের এই একটি জায়গাতেই ভারতের বিপক্ষে পাকিস্তানের সাফল্য আছে।
আজ বার্মিংহামের এজবাস্টনে হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩.৩০ মিনিটে। চ্যাম্পিয়নস ট্রফিতে আজ মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

বিগত দিনগুলোতে দুই দেশের মধ্যকার দ্বৈরথ লক্ষ্য করলে অবশ্য পাকিস্তানের পাল্লাটিই ভারী। কেননা ভারতের বিপক্ষে এ পর্যন্ত ১২৭টি ওয়ানডে ম্যাচ খেলে ৭২টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে পাকিস্তান। আর ভারতের সুযোগ মিলেছে ৫১ বার। চ্যাম্পিয়নস ট্রফিতে আজ মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

এদিকে পরিসংখ্যানে পাকিস্তান এগিয়ে থাকলেও বিশ্বমঞ্চে পাকিস্তান কেন জানি ভারতের কাছে কাবু হয়ে যায়। তবে চ্যাম্পিয়নস ট্রফিতেই কিছুটা আলাদা। দু’দল চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে এখন পর্যন্ত তিনবার মুখোমখি হয়েছে। যেখানে পাকিস্তান দুটি জয়ের বিপরীতে হেরেছে একটিতে। ২০০৪ ও ২০০৯ আসরে জয় পায় পাকিস্তান। তবে সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফি ২০১৩ ভারত প্রথমবার জয় তুলে নেয়।
ভারত আবার এই আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের প্রথম ম্যাচে খেলতে যাচ্ছে। এই টুর্নামেন্টে দলটি দু’বার শিরোপা ঘরে তুলেছে। চ্যাম্পিয়নস ট্রফিতে আজ মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

আজকের ম্যাচে অবশ্য পাকিস্তান থেকে বেশ এগিয়ে থেকে মাঠে নামবে ভারত। কেননা অভিজ্ঞতা ও শক্তিমত্তার বিচারে বিরাট কোহলির দলই এখন ফেভারিট। তবে মোটামুটি তরুণ দল নিয়ে গড়া পাকিস্তান সবসময়ই ভারতকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আছে বলে জানিয়েছে।

পাকিস্তান ক্রিকেটের সম্ভাব্য একাদশ: আজহার আলী, আহমেদ শেহজাদ, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, শরফরাজ আহমেদ (অধিনায়ক), ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির, ওহাব রিয়াজ / জুনায়েদ খান, হাসান আলী। চ্যাম্পিয়নস ট্রফিতে আজ মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

ভারত ক্রিকেটের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), যুবরাজ সিং, মাহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডে, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি।

আপনার মতামত দিন