বাংলা ভাষার প্রথম খেলাধুলা সম্পর্কিত একমাত্র দেশীয় ব্লগ খেলার জগতে আপনাকে স্বাগতম। খেলার জগতে ব্লগ লেখা ও মন্তব্য করার পূর্বে  অবশ্যই নিচের নীতিমালা মেনে চলুন। খেলার জগতে ব্লগ পোস্ট ও মন্তব্য করলে ধরে নেওয়া হবে তিনি ‘নীতিমালা ও ব্যবহার বিধি’ পড়ে তাতে সম্মতি জ্ঞাপন করেছেন।

প্রকাশিত লেখা ও মন্তব্যের আইনগত বা অন্য কোনো দায় দায়িত্ব খেলারজগত বহন করে না।

  • খেলার জগতে প্রকাশিত সকল লেখা নৈতিক ও খেলাধুলা সংক্রান্ত হতে হবে। সৃজনশীল, তথ্যবহুল ও মানসম্মত লেখাও খেলার জগতে প্রধান্য পাবে।
  • সকল লেখার মূল ভাষা অবশ্যই বাংলায় এবং লেখায় কমপক্ষে ৮০ ভাগ বাংলা ভাষা থাকতে হবে,  ইংরেজি বা অন্য কোন ভাষায় লেখা যাবে না। ফোনেটিক কিবোর্ড লেআউট ব্যবহার করে ( ইংরেজি কিবোর্ড লেআউট দিয়ে বাংলা লেখা) বাংলা লিখতে পারেন।
  • লেখা সয়ংসম্পূর্ণ হতে হবে। প্রয়োজনে লেখক ও লেখার সূত্র উল্লেখ করে লেখা যাবে। অর্ধেক লিখে বাকি লেখা পড়তে নিজের ব্লগ বা অন্য কারো ব্লগ/ওয়েবসাইট এর লিংক দেয়া যাবে না।
  • ইংরেজী বাংলা মিশ্রিত করে, ইংরেজি হরফ দিয়ে বাংলা লিখে, অথবা বাংলা ভাষার অহেতুক বিকৃত করে কোন লেখা খেলার জগৎ নিরুৎসাহীত করে।
  • খেলার টার্মগুলোর অহেতুক বাংলা প্রতিশব্দ ব্যবহার থেকে বিরত থাকুন। খেলার ট্রার্ম গুলো লেখার ক্ষেত্রে সেগুলো ইংরেজি হরফে অথবা বহুল প্রচলিত হলে বাংলাতে উচ্চারণ লিখুন। কোন ট্রার্মের বহুল ব্যবহৃত পরিভাষা থাকলে সেটি ব্যবহার করুন।
  • বিভিন্ন সংবাদ পত্রিকা, সংবাদ মাধ্যম, কমিউনিটি ব্লগ, উইকি থেকে খবর, সংবাদ, তথ্য বা অন্য লেখা প্রকাশ করা হলে লেখা স্থায়ী বা স্থগিতের বিবেচনা খেলার জগৎ বহন করবে।
  • নিজের লেখা নয় এরকম, অন্য কোন ব্লগ/ওয়েবসাইট থেকে বা অন্য ব্লগারের বা অন্যের লেখা বা অন্য কোন উৎস থেকে হুবহু বা আংশিক কপি পেস্ট করে বা নিজের নামে লেখা থেকে সর্বদা বিরত থাকুন।
  • নিজের লেখা নয় এরকম, অন্যের মানসম্মত লেখা হুবহু কপি পেস্ট করে লেখা যাবে তবে তা অবশ্যই খেলারজগত নীতিমালা বান্ধব এবং প্রকৃত লেখকের নাম ও পূর্বে প্রকাশিত সূত্র (লিংক) উল্লেখ করতে হবে।
  • পূর্বে প্রকাশিত নিজের লেখা বা নিজের ব্যক্তিগত ব্লগের লেখা, লেখক নিজে হুবহু লেখা করতে পারবে। এক্ষেত্রে পূর্বে প্রকাশিত সূত্রের (লিংক) উল্লেখ লেখকের ইচ্ছাধীন। তবে একাধিক ব্লগে বা একাধিক অন্য কোন কম্যুনিটি ব্লগিং প্লাটফরম এ পূর্বে প্রকাশিত হয়ে থাকলে প্রকৃত লেখকের নাম ও পূর্বে প্রকাশিত সূত্র (লিংক) দিতে হবে।
  • নিজের ব্যক্তিগত ব্লগের লেখা অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা খেলার জগতে প্রকাশ করতে খেলারজগতের বিশেষ কোন শর্ত বা বাধ্যবাধকতা নেই। তবে সেটা অবশ্যই নিজের লেখা হতে হবে এবং অবশ্যই সূত্র উল্লেখ করতে হবে।
  • নিজের ব্লগ/ওয়েবসাইটের প্রচারনা, চাকুরির বিজ্ঞপ্তি, লোক নিয়োগ, ইত্যাদি চেয়ে কোন প্রকার লেখা প্রকাশ যাবে না।
  • জনস্বার্থে নয় শুধু মাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে এমন কোন বিজ্ঞাপনী মূলক লেখা প্রকাশ করা যাবে না। প্রতিষ্ঠানের বা পণ্যের উদ্দেশ্য এবং কার্যক্রমের সঠিক ও পূর্ণ বিবরণ দিয়ে লেখা যাবে এবং তা অবশ্যই জন স্বার্থে হতে হবে।
  • পণ্য বা সেবা ক্রয়ের জন্য লেখায় সরাসরি পণ্য ও সেবার মূল্য উল্লেখ করা, যোগাযোগের ঠিকানা দেওয়া, ফোন নম্বর উল্লেখ করা যাবে না এবং সম্পূর্ণ ভাবে নিষিদ্ধি। আপনার পণ্যের সহজ ও সুষ্ঠু প্রচারের জন্য খেলার জগৎ এডভার্টাইজিং এর সহয়তা নিন।
  • প্রচারণার উদ্দেশ্যে একই ওয়েবসাইট অহেতুক ভাবে বার বার ব্যবহার করা থেকে সর্বদা বিরত থাকুন।
  • অনৈতিক, অশ্লীল, কপিরাইট আইন ভঙ্গ করে এমন কোনো ছবি, তথ্য ও লেখা প্রকাশ করা যাবে না।
  • ধর্ম, ধর্মগ্রন্থের বাণী ও সামাজিক প্রক্ষাপটকে আঘাত করে এমন কোন বিষয় নিয়ে লেখা যাবে না বা এধরনের বিষয় খেলার জগৎ নিরুৎসাহীত করে।
  • অশ্লীল, কুরুচিপূর্ণ, অপমানজনক, উস্কানিমূলক বা আপত্তিকর, অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ বা বাক্য লেখায় ব্যবহার করা যাবে না।
  • খেলার জগৎ নীতিমালা পরিবর্তনশীল। বিশেষ প্রয়োজনে নীতিমালার একটি বা একাধিক বিষয় পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধনের সকল ক্ষমতা খেলার জগৎ বহন করে। তবে তা মূল নীতিমালার খুব একটা পরিবর্তন না করেই এ পরিবর্তন সাধিত হবে। নীতিমালার সর্বশেষ পরিবর্তনের তারিখ এই পাতার শেষে প্রকাশ করা হয়েছে। নীতিমালা বড় ধরনের কোন পরিবর্তন হলে অবশ্যই তা ঘোষনা দিয়ে জানিয়ে দেওয়া হবে।

এক বা একাধিক নীতিমালা ভঙ্গের জন্য খেলার জগৎ যে কোনো সময় কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যে কোনো ব্লগারের/লেখকের লেখা অপসারণ/মুছে ফেলা বা সম্পাদনা এবং তাকে সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করার ক্ষমতা রাখে।

সর্বশেষ পরিবর্তনঃ ২০১২-০১-০১