বিপিএলে আফ্রিদি

afridiভারতীয় ক্রিকেটারদের না পেলেও বেশ কয়েক পাকিস্তানি তারকা ক্রিকেটার নাম লিখিয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল)। গতকাল এজেন্টের মাধ্যমে বিপিএলে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শহিদ আফ্রিদি, আবদুল রাজ্জাক এবং তৌফিক উমর। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু এ তিন পাকিস্তানি ক্রিকেটারের চুক্তির বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল মঙ্গলবার পর্যন্ত বিপিএলে খেলার জন্য ১১১ জন বিদেশি ক্রিকেটার চুক্তিবদ্ধ হয়েছেন। ১৯ জানুয়ারি নিলামের আগে এ সংখ্যাটা আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি। ক্রিকেটারদের নিলাম কক্সবাজারে অনুষ্ঠিত হওয়ার কথা ভেবেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বিপিএল কর্মকর্তারা। কিন্তু অধিকাংশ করপোরেট হাউস (যাদের দল কেনার সম্ভাবনা রয়েছে) সেখানে যেতে অনীহা প্রকাশ করেছে বলে জানান গাজী আশরাফ হোসেন। নিলামের জন্য বিশাল বহর নিয়ে যেতে হবে কক্সবাজারে। তাই আবাসন সমস্যা হতে পারে বলেও মনে করেন তিনি। তাই নিলাম ঢাকায় অনুষ্ঠিত হবে বলেও নিশ্চিত করেন তিনি।

আপনার মতামত দিন