মেসি বন্দনায় মুখর আর্জেন্টিনা

’৮৬তে ম্যারাডোনার নেতৃত্বে দ্বিতীয়বার ফুটবল বিশ্বকাপ জেতার পর এমন আনন্দের সময় খুব কমই এসেছে ফুটবলঅন্তঃপ্রাণ আর্জেন্টাইনদের জন্য। এবারের আনন্দের উত্স লিওনেল মেসির টানা তিনবার ফিফা ব্যালন ডি’অর জেতা। আর্জেন্টাইনরা এখন লিওনেল মেসি ও পেপ গার্দিওলা-বন্দনায় মুখর। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হুলিও গ্রন্ডোনা এমনটিই জানিয়েছেন। বার্সেলোনার প্রাণ মেসি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতবে—এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘একজন ভালো খেলোয়াড় হিসেবে মেসির জন্য বিশ্বকাপ জেতাটা গুরুত্বপূর্ণ। তবে বিশ্বকাপ জেতাটাই তার প্রতিভার পরিমাপের মূল মাপকাঠি হওয়া উচিত নয়। মেসি যা জিতেছে, সেরা খেলেই জিতেছে।’
বিশ্বকাপ না জেতাটা যে খেলোয়াড় হিসেবে মেসির যোগ্যতা আর অর্জনকে খাটো করতে পারে না, তার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, ‘যদিও মেসির সময়ে আমরা এখনও বিশ্বকাপ জিততে পারিনি, তবে তার নামে আমরা বিশ্বের সেরা খেলোয়াড়দের একজনকে জিতে নিয়েছি। মেসিকে নিয়ে আমরা গর্বিত।’
ওদিকে ব্যালন ডি’অর জয়ী বার্সেলোনা ম্যানেজার পেপ গার্দিওয়ালাকে ‘ড্রিম কোচ’ হিসেবে আখ্যা দিয়ে গ্রন্ডোনা বলেন, ‘যদি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আর্থিক সামর্থ্য থাকত, তবে গার্দিওলাকে জাতীয় দলের কোচ হিসেবে দেখার স্বপ্নটা পূরণ করত।’

আপনার মতামত দিন