দ. আফ্রিকা-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডে আজ

আজ পাঁচ ওয়ানডে ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। ইস্ট লন্ডনে বাংলাদেশ সময় বেলা ২টায় ম্যাচ শুরু হবে। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪৩ রানের লজ্জায় ডুবিয়েছে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকা ২৫৮ রানের ব্যবধানে বড় জয় পেয়েছে। অধিনায়ক হিসেবে দারুণ সূচনা করেছেন এবি ডি ভিলিয়ার্স। আজকের ম্যাচেও জয়ের ছন্দ ধরে রাখতে মাঠে নামবে ভিলিয়ার্স বাহিনী। বর্তমানে ঘরের মাঠে অনেক উজ্জ্বল পারফরম্যান্স করছেন দক্ষিণ আফ্রিকান বোলাররা। গত ম্যাচে দায়িত্বশীল বোলিং করেছেন সতসোবে ও মর্নে মরকেল।
অন্যরাও আছেন ভালো ফর্মে। বোলারদের সঙ্গে ব্যাটসম্যানরা ফিরছেন স্বরূপে। প্রথম ম্যাচে ওপেনার হাশিম আমলা সেঞ্চুরির দেখা পেয়েছেন। ধারণা করা হচ্ছে, সব মিলে আজকের ম্যাচেও শ্রীলঙ্কার বিপক্ষে আধিপত্য বিস্তার করবে প্রোটিয়ারা। এদিকে সিরিজে ঘুরে দাঁড়াতেই আজ মাঠে নামবে সফরকারীরা। আগের ম্যাচের হতাশা কাটিয়ে উঠতে জয় ছাড়া কিছুই ভাবছে না দিলশান বাহিনী।

আপনার মতামত দিন