এল ক্লাসিকো শুরু আজ

এল ক্লাসিকোএবারের মৌসুমে আবারও ফুটবলবিশ্ব মাতাতে মাঠে নামছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজ রাতেই ‘এল ক্লাসিকো’তে মুখোমুখি হচ্ছে দল দুটি। নতুন বছরের প্রথম ও মৌসুমের দ্বিতীয় এ এল ক্লাসিকো নিয়ে এরই মধ্যে উত্তাপ-উত্তেজনা ছড়িয়ে পড়েছে ফুটবলপ্রেমীদের মাঝে। শিরোপার রেসে কে এগিয়ে যাবে—বার্সা, না রিয়াল? পারফরমেন্সে বার্সেলোনার চেয়ে এগিয়ে আছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালই। স্প্যানিশ সুপার কাপ ও লা লিগায় কাটালানদের পেছনে ফেলে নেতৃত্ব দিচ্ছে কোচ হোসে মরিনহোর দলটি। লা লিগার পয়েন্ট তালিকায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে রয়েছে রিয়াল। তবে লা লিগার শীর্ষস্থান নিয়ে হোসে মরিনহো তৃপ্তির ঢেকুর তুললেও গত মৌসুমের ফাইনালের প্রতিশোধ নিতেই মাঠে নামবে কোচ পেপ গার্দিওয়ালার শিষ্যরা। গত মৌসুমে কোপা দেল রে ফাইনালে অতিরিক্ত সময়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর একমাত্র গোলে রিয়াল ১-০ গোলে হারায় বার্সাকে। ১৮ বছর পর কোপা দেল রের শিরোপা ঘরে তোলে রিয়াল। গতবছর ফাইনালের প্রতিশোধটা এবার একটু আগেভাগেই নেয়ার সুযোগ পাচ্ছেন মেসিরা। অবশ্য ডিসেম্বরে এবারের মৌসুমের এল ক্লাসিকোতে রিয়ালকে তাদের ঘরের মাঠে ৩-১ গোলে হারিয়ে প্রাথমিক প্রতিশোধ নিয়েছে। এবার চূড়ান্ত প্রতিশোধ নেয়ার অপেক্ষায় মেসিরা। সদ্যসমাপ্ত বছরের শেষের দিকে ক্লাব বিশ্বকাপ জয়, চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোকে হারিয়ে মেসির টানা হ্যাটট্রিক বিশ্বসেরার পুরস্কার জয়ই বার্সাকে অনুপ্রেরণা জোগাচ্ছে। এল ক্লাসিকোকে সামনে রেখে তেমন বড় কোনো ইনজুরির দুশ্চিন্তায় নেই বার্সা। পেপ গার্দিওলা তার সেরা একাদশই মাঠে নামাবেন। ধারণা করা হচ্ছে, রিয়ালের বিপক্ষে ৪-৩-৩ ফরমেশনে খেলোয়াড়দের ময়দানি লড়াইয়ে নামাবেন গার্দিওলা। রিয়ালের রক্ষণভাগ ভেঙে দিতে লিওনেল মেসি ও অ্যালেক্সিজ সানচেজের সঙ্গে রয়েছেন ফেব্রিগাসও। এদিকে লা লিগায় শিষ্যদের পারফরমেন্সে দারুণ খুশি মরিনহো। তার বিশ্বাস, এল ক্লাসিকোতেও রোনালদোরা ছন্দময় ফুটবল খেলবেন। তবে রিয়াল শিবিরের দুঃবাদ হলো এল ক্লাসিকোকে সামনে রেখে ইনজুরিতে পড়েছেন উইঙ্গার অ্যাঙ্গেল ডি মারিয়া। গতকাল সকালে অনুশীলনের সময় মাসলে টান পড়েছে তার। এতে বার্সার বিপক্ষে প্রথম লেগের ম্যাচে মাঠে নামতে পারছেন না মারিয়া। হাঁটুর ইনজুরিতে দীর্ঘ এক মাস ধরে ভুগছেন সামি খেদিরাও। তাই রিয়ালের মিডফিল্ডের ভরসা এখন জাভি অ্যালানসো। আক্রমণভাগে রোনালদোকে সহযোগিতা করবেন মেসুত ওজিল ও করিম বেনজেমা।

আপনার মতামত দিন