আগামী দু’বছরের জন্য আইপিএলে গেইলের ঠিকানা হয়ে গেল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিপিএলের বরিশাল বার্নার্সে নাম লেখানো গেইল, গত আইপিএলে ডার্ক নানেসের বদলি খেলোয়াড় ছিলেন। গেইলের সম্মতি সাপেক্ষে তাকে রেখে দেয়ার প্রথম অগ্রাধিকার ছিল রয়েল চ্যালেঞ্জার্সের হাতে। রয়েল চ্যালেঞ্জার্সের পরিচালক সিদ্ধার্থ মালয় এ সম্পর্কে বলেন, ‘আমরা খুবই খুশি যে গেইল এখন আমাদের। তাকে নিয়ে আমরা এ মওসুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী।’ এ ব্যাপারে গেইল বলেন, ‘রয়েল চ্যালেঞ্জার্স হলো আমার বাড়ির মতো। তাদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। আমি তাদের হয়ে খেলতে চাই। ’
গতকাল আইপিএল নিলামের প্রথম পর্ব শেষ হয়। রয়েল চ্যালেঞ্জার্স ৪ঠা ফেব্রুয়ারির উন্মুক্ত নিলামের জন্য গেইলকে ছেড়ে দিতে পারত যদিও তারা সে পথে যায়নি। গত নিলামে অবিক্রীত গেইল ন্যানেসের ইনজুরির কারণে দলভুক্ত হন। ন্যানেসের স্বাক্ষরিত ৬ লাখ ৫০ হাজার ডলারের চুক্তিতে এক বছরের জন্য নিবন্ধিত হন গেইল। এ বছরে তার জন্য প্রতিটি দল ২ মিলিয়ন ডলার দিতে প্রস্তুত থাকলেও তিনি রয়েল চ্যালেঞ্জার্সকেই বেছে নিলেন। গেইল গত আইপিএলে ২টি সেঞ্চুরি, ৩টি হাফ সেঞ্চুরি ও ৮টি উইকেট নিয়ে দলকে ফাইনালে নিতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন।
