আবারও পন্টিং-ক্লার্ক

এর আগে অসহায় দেখা গেছে মহেন্দ্র সিং ধোনিকে। এবার একই ভোগান্তি বিরেন্দর সেওয়াগের। অস্ট্রেলিয়ায় ভারতের শেষ টেস্টে ব্যাট হাতে ফের খেলা দেখালেন  অসি সাবেক ও বর্তমান অধিনায়ক রিকি পন্টিং ও মাইকেল ক্লার্ক। আর নিষিদ্ধ ধোনির জায়গায় নেতৃত্ব দিতে এসে সেওয়াগ দেখালেন অপরিপক্ক অধিনায়কত্ব। অ্যাডিলেড ওভালের এই ম্যাচে প্রথম দিন শেষে ২৫১ রানের জুটিতে অপরাজিত পন্টিং-ক্লার্ক। সিডনি টেস্টে ধোনির নাভিশ্বাস তুলে ২৮৮ রানের পার্টনারশিপ গড়েছিলেন এ দুই অসি। গতকাল সেঞ্চুরি পূর্ণ করেছেন পন্টিং ক্লার্ক দুজনই। এতে মাত্র ৩ উইকেট হারিয়ে ৩৩৫ রানে দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। অবশ্য দিনের শুরুটা দেখে উল্টো ভাবনাই দানা বেঁধেছিল হয়তো ভারত সমর্থকদের। ৮৭ রানে ৩ অসি উইকেট তুলে নিয়ে ভারতের প্রথম সেশনটা ছিল আগ্রহব্যঞ্জক। অ্যাডিলেডের ৩৭ ডিগ্রি সে. তাপে সে ক্ষেত্রে মাথা ঠাণ্ডা রেখে ফিল্ডিং সাজাতে হতো ধোনির অবর্তমানে দায়িত্ব সামলানো সেওয়াগকে। ব্যক্তিগত ৩৬ রানে সুযোগ দেন অসি অধিনায়ক ক্লার্ক। ভারত পেসার ইশান্ত শর্মার অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে প্রথম স্লিপে ক্যাচ দেন অসি অধিনায়ক। কিন্তু প্রথম স্লিপে ফিল্ডার না থাকায় বেঁচে যান ক্লার্ক। আর সেওয়াগ প্রথম স্লিপে ফিল্ডার না রাখায় বিশেষজ্ঞরা রীতিমতো বিস্মিত। প্রথমদিকে  দ্বিতীয় স্লিপে একজন ফিল্ডার রাখলেও পরে বিশেষজ্ঞদের বিস্ময় বাড়িয়ে সেওয়াগ স্লিপ সরিয়ে রাখেন দিনের শেষ পর্যন্ত। আর প্রচণ্ড গরমে গলদঘর্ম বোলারদের শক্তি নিঃশেষে দিনটি আরও লম্বা হয় ভারতীয়দের ব্যর্থতায়। পেস তারকা যাদব উইকেট শূন্য থাকেন ১২ ওভারে ৮৭ রান খরচায়।

কমপক্ষে পাঁচ ইনিংসের একটি সিরিজে একজন উপরের সারির ব্যাটসম্যান (১-৬) হিসেবে শন মার্শের সংগৃহীত ১৭ রান দ্বিতীয় সর্বনিম্ন। ১৯৮৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ১২ রান করে এ রেকর্ড গড়েন নিউজিল্যান্ডের কেন রাদারফোর্ড।

সংক্ষিপ্ত স্কোর
টস : অস্ট্রেলিয়া, ব্যাটিং
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩৩৫/৩ ব্যাটিং ( ক্লার্ক ১৪০*, পন্টিং ১৩৭*, কাওয়ান ৩০, ওয়ার্নার ৮, মার্শ ৩, অশ্বিন ২/৮১, জহির ১/৫২)

আপনার মতামত দিন