যুবরাজের দ্রুত সুস্থতার আশা করছেন তার শুভকাঙ্খীরা

 ক্যান্সারে আক্রান্ত ভারতের বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার যুবরাজ সিং-য়ের প্রতি সমবেদনা জানিয়েছেন দলের খেলোয়াড় ও রাজনৈতিক ব্যক্তিরা। এছাড়াও যুবরাজের দ্রুত সুস্থতার আশা করছেন তার শুভকাঙ্খীরা।
গত অক্টোবরে ভারতের বিশ্বকাপ জয়ী খেলোয়াড় যুবরাজ সিং-এর লাঞ্চে টিউমার ধরা পড়ে। এরপর সুস্থতার জন্য ডাক্তারের শরণাপন্ন হন এই অলরাউন্ডার। এজন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। কিন্তু গতকাল (রোববার) তার চিকিৎসক জানান লাঞ্চে ক্যান্সার হয়েছে। তবে এতে ভয় পাবারও কোন কারণ নেই বলে জানান ঐ চিকিৎসক। প্রাথমিক অবস্থায় তা ধরা পড়ায় দ্রুত সুস্থ হয়ে চলতি বছরের মে মাসের মধ্যেই তিনি মাঠে নামতে পারবেন বলে জানান জাতিন চৌধুরী।
তবে যুবরাজ সিংকে সমবেদনা জানাতেও ভুল করেননি দলের সতীর্থ, রাজনৈতিকবিদ ও শুভাকাঙ্খীরা। যুবরাজকে সমবেদনা জানাতে গিয়ে ভারতের ক্রীড়ামন্ত্রী অজয় মাকিন তার টুইটারে উল্লেখ করেছেন, ‘আশা করছি যুবরাজ দ্রুত সুস্থ হয়ে উঠবে। তার অবস্থা পর্যালোচনা এবং সরকারের পক্ষ থেকে তাকে সব ধরনের সহযোগিতা করা হবে’।
তারই সতীর্থ অফ-িস্পনার হরভজন সিং বলেন, ‘আমরা তাকে সবধরনের সহযোগিতা করতে চাই। সে এখন একাকিত্ব বোধ করছে এবং দ্রুত সুস্থ হবার জন্য তাকে তাই করতে হবে। সে একজন লড়াকু সৈনিক। আমি মিডিয়াকে অনুরোধ করবো দ্রুত সুস্থ হবার জন্য তাকে সহযোগিতা করতে’।
এছাড়াও ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনী ও রয়্যাল চ্যালেঞ্জার্সের মালিক বিজয় মালিহা তার সুস্থতা কামনা করেন। দ্বিতীয়বারের মত ভারতের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখেন যুবারজ সিং। ব্যাট হাতে ৩৬২ রান করার পাশাপাশি বল হাতে ১৫ উইকেট নিয়ে টুর্ণামেন্টের সেরার খেতাব পান ৩০ বছর বয়সী যুবরাজ সিং।

আপনার মতামত দিন