নিজেদের হাতেই ফাইনাল ভাগ্য বাংলাদেশের

কথা ছড়িয়েছিল আজকে পাকিস্তান জিতলেই বাংলাদেশ ফাইনালে চলে যাবে। কিন্তু হিসাবটি ঠিক এমন না। আজ ভারতের সাথে পাকিস্তানের হারের কারণে বাংলাদেশের ফাইনাল সম্ভাবনা ফিকে হলেও পরের ম্যাচ শ্রীলংকাকে হারালেই হেড টু হেড ম্যাচে জয়ের ভিত্তিতে চলে যাবে ফাইনালে। মুখোমুখি ম্যাচে বাংলাদেশ ভারতকে পাঁচ উইকেটে হারিয়েছিল।

পাকিস্তান হেরে যাওয়াতে শেষ হয়ে গেল শ্রীলংকার শেষ সম্ভাবনাটুকু। অবশ্য পাকিস্তান যদি আজকে ভারতের সাথে জিতে যেত তবে বাংলাদেশ শ্রীলংকার সাথে হারলে তখন নেট রান রেটের হিসাব হত।

তবে সবকিছুর শেষ হলো নিজেদের ভাগ্য নিজেদের হাতেই রয়েছে মুশফিক বাহিনীর। রান রেটের কঠিন হিসাব থাকছে না। কেবল শ্রীলংকার সাথে জিতলেই বাংলাদেশ পাকিস্তানের সাথে ফাইনাল খেলবে।

বিডিস্পোর্টসনিউজ/কেএন/আরআরএস

আপনার মতামত দিন