৩২টি সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আগামী ২২ ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টূর্ণামেন্ট। দা থ্রি ক্রিকস ইভেন্ট ম্যানেজম্যান্ট কোম্পনীর আয়োজনে মিরপুর ইনডোর স্টেডিয়ামে (শহীদ সোরওয়ার্দী ইনডোর স্টেডিয়াম) ২২ ফেব্রুয়ারী থেকে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত ৩২ টি বিশ্ববিদ্যালয়ের এই টূর্ণামেন্ট অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ৩ ক্রিকেটার আকরাম খান, আতহার আলী খান এবং খালেদ মাসুদ পাইলটের পরিকল্পনা এবং উদ্যোগে ৩২টি বিশ্ববিদ্যালয় নিয়ে বাংলাদেশে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কোন টূর্ণামেন্ট।
আজ মিরপুরের ইনডোর স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলন আয়োজন করে টূর্ণামেন্ট নিয়ে আলোচনা করেন উদ্যোক্তারা। এতে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক তিন খেলোয়াড় আকরাম খান, আতহার আলী খান এবং খালেদ মাসুদ পাইলট। টাইটেল স্পন্সর ক্লেমনের পক্ষ থেকে আকিজ গ্রুপের ডিরেক্টর জনাব সেখ জামিল উদ্দিন ও সেখ শামীম উদ্দিন উপস্থিত ছিলেন। কো স্পন্সর ওয়ালটনের পক্ষে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান এবং এডিশনাল ডিরেক্টর উদয় হাকিম।
৩২টি দল ৮টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপে মোট ৪টি দল একে অপররের বিপরীতে খেলবে। গ্রুপ পর্ব পেরিয়ে ৮টি দল কোয়ার্টার ফাইনাল খেলবে। এরপর ৪টি দল সেমিফাইনাল খেলার পর ২টি দল ফাইনালে মুখোমুখি হবে- এরকমটিই জানালেন টূর্ণামেন্ট এর উদ্যোক্তা খালেদ মাসুদ পাইলট। টূর্ণামেন্ট নিয়ে সাবেক এই খেলোয়াড় আরও বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আন্ত:বিশ্ববিদ্যালয় টূর্ণামেন্ট খেলতাম। কিন্তু এখন সেগুলো আর আয়োজন করা হয় না। শুধুমাত্র খেলোয়াড়রাই সারাবছর খেলবে আর বাকিরা খেলতে পারবে না। এটা ঠিক না। পড়ার পাশাপাশি যারা খেলতে চাচ্ছে তাদেরকে নিয়ে এই টূর্ণামেন্ট আয়োজন করছি।”
স্পন্সরদের ধন্যবাদ জানিয়ে খালেদ মাসুদ বলেন, ক্লেমনকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এরকম উদ্যোগে এসিয়ে আসার জন্যে। এছাড়া ওয়ালটনকেও ধন্যবাদ তারাও আমাদের যথেষ্ট সহযোগিতা করছে।”
কো স্পন্সর হিসেবে ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান উপস্থিত ছিলেন। তিনি তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, ওয়ালটন আমাদের দেশের ক্রীড়াঙ্গনে যথেষ্ট ভূমিকা রাখছে। তারই ধারাবাহিকতায় আমরা এই টূর্ণামেন্টেও অংশগ্রহন করেছি। কিছুদিন আগেও আমরা কর্পোরেট টূর্ণামেন্ট আয়োজন করে তাতে টাইটেল স্পন্সর ছিলাম। টূর্ণামেন্টে আমরাই চ্যাম্পিয়ান হয়েছিলাম। ভিন্ন মাত্রার এই টূর্ণামেন্টে অংশ্রগহন করতে পেরে আমি কৃতঙ্গতা প্রকাশ করছি। টূর্ণামেন্ট এর শুভকামনা এবং সফল পরিসমাপ্তি কামনা করছি।”
টূর্ণামেন্ট এর নিয়মাবলি নিয়ে প্রধান উদ্যোক্তা খালেদ মাসুদ পাইলট বলেন, ৩২টি দলকে ৮টি গ্রুপে ভাগ করে খেলা হবে। প্রতিটি খেলা হবে ৮ ওভারের। ১ ঘণ্টা ১০ মিনিটে প্রতিটির খেলা শেষ হবে। একজন বোলার শুধুমাত্র ২ ওভার বল করতে পারবেন।”
”ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট” এ চ্যাম্পিয়ন দল পুরষ্কার হিসেবে ৫,০০,০০০ টাকা প্রাইজমানি এবং রানার আপ দল ২,০০,০০০ টাকা পাবে। এছাড়া ম্যান অব দা টূর্ণামেন্ট হিসেবে ওয়ালটনের পক্ষ থেকে একটি মোটর সাইকেল এবং প্রতি খেলায় ম্যান অব দা ম্যাচ হিসেবে ওয়ালটনের পক্ষ থেকে আকর্ষণীয় মোবাইল সেট দেয়া হবে।
ফাইনাল খেলা আগামী ২৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। টূর্ণামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল ২৪ যারা প্রতিটি খেলা সরাসরি সম্প্রচার করবে এবং রেডিও পার্টনার হিসেবে রয়েছে রেডিও ফূর্তি