তায়কোয়ানডোতে তিন স্বর্ণের নিষ্পত্তি

তায়কোয়নডো দ্বিতীয় দিনের খেলায় তিনটি স্বর্ন জয় হয়েছে। পুরুষ সিনিয়র বিভাগে বিজেএমসির মো. জাহিদুল ইসরাম -৫৪ কেজিতে স্বর্ন জয় করেছেন। ৫৪ কেজির ইভেন্টে আনসারের মাসুদ করিম রৌপ্য, বর্ডার গার্ড বাংলাদেশের জয়নাল আবেদীন ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার মুন্না মোল্লা ব্রোঞ্জ জেতেন।

এছাড়া ৫৮ কেজিতে  পুরুষ সিনিয়র বিভাগে বর্ডার গার্ড-র তামজিদ হোসেন স্বর্ন জিতেছেন। ৫৮ কেজি পুরুষ (সিনিয়র)  বাংলাদেশ সেনাবাহিনীর হাবিবুর রহমান রৌপ্য, আনসারের নুরুজ্জামান ও  নাটোর জেলা ক্রীড়া সংস্থার আরিফুল ইসলাম ব্রোঞ্জ পদক লাভ করেন।

এছাড়া ৬৩ কেজিতে পুরুষ সিনিয়র বিভাগে আনসারের মো. কোরবার আলী স্বর্ন জয় করেছেন। ৬৩ কেজি পুরুষ (সিনিয়র) ইভেন্টে বর্ডার গার্ড বাংলাদেশের শাহ আলম রৌপ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাইম আলী ও বাংলাদেশ সেনাবাহিনীর জলন্ত চাকমা ব্রোঞ্জ জেতেন।

আপনার মতামত দিন