বাংলাদেশ গেমসের সাইকেলিং ইভেন্টের শেষ দিনে দুটি স্বর্ণের নিষ্পতি হয়েছে। দুটি স্বর্ণ জিতে নিয়েছে বাংলাদেশ আনসার। পুরুষদের ১০০০ মিটার স্প্রিন্ট ইভেন্টে বাংলাদেশ আনসাররের মো তরিকুল ইসলাল ১৫.১০ সেকেন্ডে স্বর্ণ জিতে নেন। দ্বিতীয় স্থানে থেকে রৌপ্য জিতেছেন বিজেএমসির আব্দুল হাকিম। এছাড়া ব্রোন্জ জিতেছেন বিজেএমসির আরেক খেলোয়াড় স্বপন আলম। মহিলাদের বিভাগে এই ইভেন্টে আনাসারের আকাশী সুলতানা ১৬.৪৬ সেকেন্ডে স্বর্ণ জিতে নেন। বাকি দুটি পদক দখল করে নেয় বিজেএমসি। রৌপ্য পান শিল্পী আক্তার এবং ব্রোন্জ পান নাবিলা ইয়াসমিন মালা। সাইকেলিং এর পদক তালিকার শীর্ষে আছে বাংলাদেশ আনসার। ১২টি স্বর্ণ পদক পেয়েছে বাংলাদেশ। এছাড়া ৬টি স্বর্ণ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেএমসি। পরের তালিকাকেই আছে বিজিবি।
