অষ্টম বাংলাদেশ গেমসের সমাপণী দিনে ভারোত্তোলনে চারটি স্বর্ণের নিষ্পত্তি হয়েছে। চারটি স্বর্ণের চারটিই নতুন জাতীয় রেকর্ড গড়ে নিষ্পত্তি হয়েছে। পুরুষ বিভাগে সেনাবাহিনীর মো.
ফরহাদ আলী ১০৫ কেজি ওজন শ্রেনীতে ২৮১ স্কোর নিয়ে জাতীয় রেকর্ড ভেঙ্গে স্বর্ন জিতেছেন। তিনি পেছনে ফেলেছেন মেহেরপুর জেলার আশরাফুল ইসলাম। স্কোর ছিল ২০১। এছাড়া পুরুষদের +১০৫ কেজি ওজন শ্রেনীতে আনসারের মো. ফিরোজ আহমেদ ২৭২ স্কোর নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়ে স্বর্ন জিতেছেন। তার পেছনে ছিলেন বিমান বাহিনীর ইমতিয়াজ হোসেন, স্কোর ছিল ১৮৫। অন্যদিকে মহিলা বিভাগে ৬৯ কেজি ওজন শ্রেনীতে আনসারের ফিরোজা পারভীন ১৩৫ স্কোর নিয়ে জাতীয় রেকর্ড গড়ে স্বর্ন জেতেন। এছাড়গা +৬৯ কেজি ওজন শ্রেনীতে আনসারের রোকেয়া সুলতানা ১৩৩ স্কোর নিয়ে স্বর্ন জিতেছেন জাতীয় রেকর্ড গড়ে।