অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন মুশফিক

জিম্বাবুয়ের সফরে বাংলাদেশ সিরিজে হার গ্রহণের তিক্ত স্বাদ পেলেও বুধবার সন্ধ্যায় জিম্বুাবুয়ের কুইন্স মাঠে মুশফিকের অধিনায়কত্ব থেকে সড়ে যাওয়ার সিদ্ধান্তকেই সবচেয়ে কষ্টের মনে হচ্ছে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে মুশফিক জানান, ভালো মতো তিনি অধিনায়ক্ব শেষ করতে চান এবং সফরের বাকি দুটি টি-২০ ম্যাচে অধিনায়ক হিসেবে থেকে শেষ ম্যাচ পরিচালনা করবেন। আগষ্ট ২০১১ সালে জিম্বাবুয়ে সফরে টেস্ট ও একদিনের সিরিজ হারের সাথে সাথে ড্রেসিং রুমে অশোভন আচরন ও কোচের সাথে অযাচিত কথাবার্তার কারণে অধিনায়ক সাকিবকে ও তার সহঅধিনায়ক তামিমকে বহিষ্কার করা হয়।  ২০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে তাকে অধিনায়ক ঘোষনা করা হয়। অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচেই ঘরের মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে ২৬ বলে ৪১ রানের ইনিংসে টি-২০ তে জয় পায় তবে টেস্ট সিরিজ ২-০ তে ও ওয়ানডে সিরিজ ২-১ এ হেরে যায়।  মুশফিকের নেতৃর্ত্বে¡  বাংলাদেশ জাতীয় দল ২১টি ওয়ানডে ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় আছে ৮টি ম্যাচে এবং হেরেছে ১২টি।  মুশফিক ১০ টেস্টে অধিনায়কত্ব করলেও জয় ১টি ও ড্র ২টি এবং হার ৭টি ম্যাচে।

আপনার মতামত দিন