ইউরোর সেরা বায়ার্ন

দীর্ঘ ১২ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পেলো বায়ার্ন মিউনিখ। অল জার্মান ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়ে পঞ্চমবারের মতো ইউরোপ-সেরার মুকুট জয় করে । ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে প্রথমার্ধের ৪৫ মিনিটে দ্’ুদলের কোন দলই গোলের দেখা পায়নি। ২০০১ সালে চ্যাম্পিয়নস লীগ চ্যাম্পিয়ন বায়ার্ন দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে গোল খরা  কাটিয়ে উঠে। ফ্র্যাঙ্ক রিবেরির পাস ধরে রোবেনের নেয়া ক্রস থেকে দলকে এগিয়ে নেন  মান্দজুকিচ। সাত মিনিট পর ডি বক্সের মধ্যে বায়ার্নের ব্রাজিলীয় ডিফেন্ডার দান্তে ডর্টমুন্ডের মার্কো রিউসকে ফাউল করলে প্রাপ্ত পেনাল্টি থেকে খেলায় সমতা ফিরিয়ে নিয়ে আসেন ডর্টমুন্ডের গুনডোগান। শেষ বাশি বাজার এক মিনিট পূর্বে ৮৯মিনিটে  দলের পক্ষে দ্বিতীয় ও জয়সূচক গোলটি করেন রবেন। একক প্রচেষ্টায় ফ্র্যাঙ্ক রিবেরির থেকে পাস পেয়ে রবেন গোল করে বায়ার্নের বারো বছরের শিরোপার আক্ষেপ ঘুচিয়ে দেয়। টানা চার বছরে তিনবার ফাইনালে হেরে এবার শেষ পর্যন্ত ডাচ খেলোয়াড়েরর গোলে আক্ষেপ ঘুচিয়ে তুলে বায়ার্ন।

সংগৃহিত- ইন্টারনেট

আপনার মতামত দিন