আশরাফুলের উপর নিষেধাজ্ঞা আদেশ বিসিবির

সাময়িকভাবে আশরাফুলকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিরপুর স্টেডিয়ামে প্রেস কনফারেন্স রুমে আশরাফুলের উপর সাময়িক নিষেধাজ্ঞার আদেশ দিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপণ বলেন, আশরাফুল আমার কাছে এবং আকসুর কাছে স্বীকার করেছে যে সে স্পট ফিক্সিং-র সাথে জড়িত। তাই এই মুহুর্তে আশরাফুলের ক্রিকেট খেলার সাথে জড়িত  হবার সুযোগ নেই। সাময়িকভাবে তাকে নিষিদ্ধ করা হলো। আকসুর রিপোর্ট পাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো এবং এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নিবো।” মিডিয়াগুলোর রিপোর্টের বিষয়ে নাজমুল হাসান পাপণ বলেন, মিডিয়াতে তিনটি-চারটি  খেলোয়াড়দের  নাম আরও আসছে। আমি আসলে জানি না আকসু সেই বিষয়গুলোকে নিয়ে তদন্ত করছে কি না? তবে হ্যাঁ আইসিসি কোন ম্যাচে যদি স্পট ফিক্সিং হয়ে থাকে তবে সেটা আইসিসি তদন্ত করবে।” বিপিএল কি দেশের ক্রিকেটের ইমেজ নষ্ট করছে? নাজমুল হাসান পাপণ বলেন, ‘বিপিএল তো অবশ্যashrafulই মাথা ব্যথার কারন হয়ে গেছে। বিপিএল সমস্যা নয়, বিপিএলের কার্যক্রমে মূল সমস্যা। এই সমস্যা গুলো দূর করতে হবে। এবং দোষী ব্যক্তিদের কঠোর শাস্তি দিয়ে বিপিএলে নতুন ফর্মেটে মাঠে আনতে হবে।’

আপনার মতামত দিন