কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে কাল সুপার সাইন ক্যাবলস তৃতীয় বিভাগ ফুটবল লিগের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয় । দুপুর ২টায় অনুষ্ঠিত প্রথম ম্যাচে সমাজ কল্যাণ সংসদ মুগদা ৪-১ গোলে হারায় মাতুয়াইল উদয়ন সংসদকে । পুরো খেলায়ই মাঠে আধিপত্য বিস্তার করে খেলে মুগদা । জয়ী দলের আশিষ , জামাল ,সোহেল রানা ও আমজাদ গোল করেন ।মাতুয়াইলের পক্ষে একমাত্র গোলটি করেন শামিম খেলার ৬৮ মিনিটে। কিন্তু সময় থাকলেও এরপরে আর কোনো গোল করতে পারেনি তারা । অন্যদিকে একই ভেন্যুতে বিকাল ৪টায় অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচটিতে নবাবপুর ক্রীড়া চক্র ২-০তে হারায় রেইনবো স্পোর্টিং ক্লাবকে।খেলার শুরুর ২ মিনিটে সাইফুলের গোলে এগিয়ে যায় নবাবপুর ।এরপর খেলার ৫৯ মিনিটে সুমন আরেকটি গোল করেন ।কিন্তু রেইনবোর পক্ষ থেকে কোনো গোলই হয়নি ।কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ দুপুর ২টায় এবং বি ৪টায় পরবর্তী ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।
