রোনালদোকে ধনী বানাবে রিয়াল মাদ্রিদ

২০০৯ থেকে ২০১৩। ৯৪ মিলিয়ন পাউন্ড ব্যাংকে ফিক্সড ডিপোজিট রাখলেও ১৫৫ মিলিয়ন পাউন্ড পাওয়া সম্ভব নয়। কিন্তু এই চার বছরের ক্রিশ্চিয়ানো রোনালদো মূল্য বেড়ে দাড়িয়েছে ১৫৫ মিলিয়ন ইউরো। ৯৪ মিলিয়ন ইউরো চুক্তিতে ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনায়টেড থেকে স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদে পাড়ি জমান এই পর্তুগীজ স্ট্যাইকার। আর এবার সেই চুক্তি নবায়ন হচ্ছে ১৫৫ মিলিয়ন ইউরোতে। রিয়ালের জার্সি গায়ে চার মৌসুমে ১৯৯ ম্যাচে ২০১ গোল করেছেন তিনি। চার বছরে রিয়াল মাদ্রিদের ট্রাম্পকার্ডে পরিণত হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রিয়াল বলতেই পর্তুগীজ এ তারকা ফরোয়ার্ডের চেহারা ভেসে ওঠে সবার চোখে। বিশ্বব্যাপী স্প্যানিশ জায়ান্টদের যত সমর্থক তাঁর অধিকাংশই তো রোনাল্ডো প্রেমের কারণে। চুক্তি নবায়নের জন্য রোনাল্ডোকে যে প্রস্তাব দেয়া হয়েছে সেটা বিশ্ব ফুটবলের ইতিহাসে সবাইকে হতভম্ব করে দেয়ার জন্য যথেষ্ট। আগামী ৫ বছরের জন্য রোনাল্ডোর প্রতিনিধির সঙ্গে ১৫৫ মিলিয়ন ইউরোর চুক্তি করার আলোচনায় শেষ পর্যায়ে রয়েছে রিয়াল কর্তৃপক্ষ। চুক্তি সম্পন্ন হলে ইতিহাসের সবচেয়ে বেশি উপার্জনকারী ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করবেন রোনাল্ডো। সবমিলিয়ে কর দিয়েও বছরে ১৫ মিলিয়ন ইউরো থাকবে রোনলদোরc ronaldo এ্যাকাউন্টে। চার মৌসুম কাটিয়ে রোনাল্ডো ১৯৯ ম্যাচে করেছেন ২০১টি গোল। তিনি টুইটারে লিখেছিলেন, ‘রিয়ালের সঙ্গে চুক্তি নবায়নের সকল খবর মিথ্যা।’ তিনি জানান, বর্তমান চুক্তি অনুসারে ২০১৫ পর্যন্ত রিয়ালেই থাকতে হবে তাঁর চলমান চুক্তি অনুসারেই।” ২০০৯ সালে রেকর্ড ৯৪ মিলিয়ন ইউরো দিয়ে তাঁকে দলে ভিড়িয়েছিল রিয়াল। এ চুক্তি অনুসারে কর দিয়েও পকেটে ১০ মিলিয়ন ইউরো থাকে রোনাল্ডোর। আয়কর বেতনের ৪৫ শতাংশ হলেও সেটা বিদেশী ফুটবলাররা দিতেন ২৩ শতাংশ হারে। কিন্তু বর্তমানে অর্ধেকটাই রাজস্ব খাতে চলে যায়। বতর্মানে পারিশ্রমিকের ৫২ শতাংশ স্প্যানিশ সরকারকে দিতে হয় বিদেশী ফুটবলারদের। সেক্ষেত্রে নতুন চুক্তির প্রস্তাব অনুসারে বছরে রোনাল্ডোর বেতন ৩১ মিলিয়ন ইউরো হলেও কর দিয়ে অবশিষ্ট থাকবে মাত্র ১৫ মিলিয়ন ইউরো। ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজ বলেছেন, ‘ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ঘিরেই আমি রিয়ালকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি চাই বিশ্বের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া ফুটবলার হবেন ক্রিশ্চিয়ানো।’ এ কারণেই ফুটবল বিস্ময় লিওনেল মেসির চেয়েও বেশি উপার্জনকারী হিসেবে রোনাল্ডোকে প্রতিষ্ঠার পদক্ষেপ নিয়েছে রিয়াল। মেসি বোনাসসহ বছরে ১৩ মিলিয়ন ইউরো এবং সম্প্রতি মোনাকোতে যোগ দেয়া ফ্যালকাও বছরে ১৪ মিলিয়ন ইউরো পকেটে পুরবেন। যদিও বর্তমানে এ তালিকায় সবার ওপর ক্যামরুনের স্যামুয়েল ইতো। তিনি  আয় করছেন বছরে ২০ মিলিয়ন ইউরো। কিন্তু তিন বছরের চুক্তি থাকায় তাঁকেও ছাড়িয়ে যাবেন রোনাল্ডো সবমিলিয়ে আয়ের দিক থেকে।”

আপনার মতামত দিন