প্রাইম ব্যাংক জেলা ফুটবল লিগে কাল ফারুক স্পোর্টিং ক্লাব ২-০ গোলে হারিয়েছে পলাশ খেলোয়াড় কল্যাণ সমিতিকে। প্রথমার্ধের ৩৫ মিনিটে রিপনের গোলে এগিয়ে যায় ফারুক স্পোর্টিং ক্লাব ।খেলার ৬০ মিনিটে আমিনুল আর একটি গোল করলে দলের জয় নিশ্চিত হয় । শেষ বাঁশি বাজা পর্যন্ত পলাশ কোনো গোলই পরিশোধ করতে পারেনি । নরসিংদী জেলা ফুটবল মাঠে গতকাল বিকাল ৩-৩০ মিনিটে এ খেলাটি অনুষ্ঠিত হয় । প্রাইম ব্যাংক নরসিংদী জেলা ফুটবল লিগের পরবর্তী ম্যাচ আজ বিকালে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে । অন্যদিকে পাবনায় ও শুরু হয়েছে জেলা ফুটবল লিগ-২০১৩ । কাল বিকালে ৫ম দিনের মত অনুষ্ঠিত খেলায় পাবনার শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে চিকনাই ফুটবল একাদশ দল (৩-০) গোলে সোনালী সংঘকে পরাজিত করে।