আম্পায়ারদের এলিট প্যানেল থেকে বাদ পড়লেন পাকিস্তানের আসাদ রউফ এবং নিউজিল্যান্ডের বিলি বাউডেন। চ্যাম্পিয়ন্স ট্রফির সপ্তম আসরের শুরুতে আইসিসি পাকিস্তানের আসাদ রউফের নাম খেলা পরিচালনা করার তালিকা থেকে বাদ দিয়ে দেন। আইপিএলে ম্যাচ গড়াপোটার অভিযোগে মুম্বাই পুলিশ সেই সময়ে তদন্ত চালাচ্ছিল। আসাদ রউফের নাম ছাটাই প্রসঙ্গে আইসিসির আম্পায়ার নির্বাচন প্যানেলের চেয়ারম্যান বলেন,‘নির্বাচন প্যানেল বিগত ১২ মাস ধরে এলিট আম্পায়ারদের সামগ্রিক পারফরমেন্সের ভিত্তিতে রিপোর্ট দিয়েছে।’ তিনি আরও বলেন,‘রিচার্ড ও পলকে এলিট প্যানেলে দেখে আমি বেশ আনন্দিত। তবে আসাদ ও বিলি বাউডনের অসামান্য অবদানের জন্যে আমি তাদের বিশেষ ধন্যবাদ জানাচ্ছি।’ আইসিসির বার্ষিক প্রতিবেদন রিপোর্টে ১২ সদস্যের এলিট প্যানেলে তাদের পরিবর্তে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের রিচার্ড কিথ ওয়ার্থ ও অস্ট্রেলিয়ার পল রাফায়েল। সাবেক অস্ট্রেলিয়ার পেসার রাফয়েল ২০০৯ সালে থেকে আম্পায়ারিং শুরু করেন। মাত্র ৪টি টেস্ট ও ৩০টি একদিনের ম্যাচ পরিচালনা করেছেন তিনি। অপরদিকে ইংল্যান্ডের সাবেক স্পিনার রিচার্ড কিথ ওয়াথ ২০১০ সালের জুলাই মাসে তার আম্পায়ারিংয়ের অভিষেক হয়। এ পর্যন্ত তিনি মাত্র ৪টি টেস্ট ও ১৬টি একদিনের ম্যাচে দায়িত্ব পালন করেছেন। ২০০৬ সাল থেকে আইসিসির এলিট প্যানেলভুক্ত আম্পায়ার আসাদ রউফ। এরপর তিনি ৪৮টি টেস্ট,৯৮টি ওডিআই এবং ২৩টি টি২০ ম্যাচে দায়িত্ব পালন করেন। বিলি বাউডন ২০০৩ সাল থেকে এই মর্যাদায় আসীন রয়েছেন। এ সময়ে তিনি ৭৫টি টেস্ট, ১৮১টি ওডিআই এবং ১৯টি টি২০ ম্যাচ পরিচালনা করেন।
১২ সদস্যের আইসিসির আম্পায়ার এলিট প্যানেল:
আলিম দার, কুমার দরমাসেনা, স্টিভেস ডেভিস, মরিস ইরামস, ইয়ান গুল, টনি হিল, রিচার্ড কেথলব্রগ, নিল লং,ব্রুথ, অক্সেন পোর্ড, রড টাকার, পল রাফায়েল ও রিচার্ড রিচার্ড কিথ ওয়াথ।
