বর্তমান ক্রিকেট বিশ্বে খেলার মাঠে দক্ষিণ আফ্রিকা শক্তিশালী হলেও ক্রিকেট রাজনীতিতে তারা বেশ পিছিয়ে। যার প্রমাণ পাওয়া যায়- আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদ্য সমাপ্ত বার্ষিক সাধারণ সভায়। ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটির লন্ডনের সভায় বড় বড় টুর্নামেন্ট আয়োজনে আগামী ১০ বছরের ফিউচার ট্যুর প্লান (এফটিপি) ঘোষণা করা হয়। যাতে আগামী বছরগুলোতে আইসিসির টুর্নামেন্ট আয়োজনে দক্ষিণ আফ্রিকাকে বেশ উপেক্ষা করা হয়েছে। ২০০৩ সালের বিশ্বকাপ ও ২০০৭ সালের টি-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজনকারী দক্ষিণ আফ্রিকা আগামী ১০ বছরে আইসিসি’র বড় কোনো টুর্নামেন্ট আয়োজকের তালিকায় নেই। আসছে বছরগুলোতে তারা শুধুমাত্র ২০২০ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ও ২০২২ সালের টি-২০ বিশ্বকাপ আয়োজন করবে। অন্যদিকে গত জুন মাসে সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজক ইংল্যান্ড ২০১৭ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসর আয়োজনের দু’বছর পর আবার বিশ্বকাপ আয়োজন করবে। বাংলাদেশ ও শ্রীলংকার সাথে ২০১১ বিশ্বকাপের যৌথ আয়োজক বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ২০২৩ সালের বিশ্বকাপ আয়োজন করবে। এছাড়া ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপ এবং ২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপও আয়োজন করবে এশিয়ার এ দেশটি। আগামী বছর টি-২০ বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ।
আগামী ১০ বছরে আইসিসি সূচি
আইসিসি ২০১৪ টি-২০ বিশ্বকাপ- বাংলাদেশ
আইসিসি ২০১৬ টি-২০ বিশ্বকাপ- ভারত
আইসিসি ২০১৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ- ইংল্যান্ড
আইসিসি ২০১৯ বিশ্বকাপ- ইংল্যান্ড
আইসিসি ২০২০ টি-২০ বিশ্বকাপ- অস্ট্রেলিয়া
আইসিসি ২০২১ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ- ভারত
আইসিসি ২০২৩ বিশ্বকাপ – ভারত
আইসিসি বাছাই পর্ব ২০১৫-২০২৩
আইসিসি ২০১৫ টি-২০ বিশ্বকাপ বাছাই পর্ব- আয়ারল্যান্ড-স্কটল্যান্ড
আইসিসি ২০১৮ বিশ্বকাপ বাছাই পর্ব- বাংলাদেশ
আইসিসি ২০১৯ টি-২০ বিশ্বকাপ বাছাই পর্ব- টেন্ডার
আইসিসি ২০২২ বিশ্বকাপ বাছাই পর্ব- জিম্বাবুয়ে
২০১৬-২০২৩ আইসিসির অন্যান্য টুর্নামেন্টে
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০১৬- বাংলাদেশ
আইসিসি মহিলা বিশ্বকাপ ২০১৭- ইংল্যান্ড
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০১৮- নিউজিল্যান্ড
আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০১৮- ওয়েস্ট ইন্ডিজ
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২০- দক্ষিণ আফ্রিকা
আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২১- নিউজিল্যান্ড
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ-২০২২- ওয়েস্ট ইন্ডিজ
আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২২- দক্ষিণ আফ্রিকা