সুপার সাইন ক্যাবলস  কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী  মোস্তফা কামাল স্টেডিয়ামে কাল তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয় । বেলা ১১টায় অনুষ্ঠিত প্রথম ম্যাচে যাত্রাবাড়ী ঝটিকা ক্লাব ও খিলগাঁও একাডেমী গোলশূন্য ড্র করে । অন্যদিকে একই ভেন্যুতে দুপুর ২টায় অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচটিতে মাতুয়াইল উদয়ন সংসদ দিপালী যুব সংগকে ৩-২ গোলে হারিয়েছে । বিজয়ী দলের তাওহিদ ,শামিম ও জামাল যথাক্রমে খেলার ২৪, ৬৪ও ৬৫ মিনিটে গোল তিনটি করেন । দিপালীর ঝিন্টু ও দেলোয়ার খেলার ৬১ ও ৭০ মিনিটে দুটি গোল পরিশোধ করতে সক্ষম হন । একই ভেন্যুতে বিকাল ৪টায় অনুষ্ঠিত দিনের শেষ ম্যাচে কদমতলা সংসদ নাসরিন ফুটবল একাডেমীকে ২-০ গোলে হারায় । কদমতলার ময়না খেলার ১০ ও ২৭ মিনিটে গোল দুটি করেন । এরপর আর কোনো দলই কোনো গোল করতে পারেনি ।কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী  মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ বেলা ১১ টায় ,দুপুর ২টায়  এবং বিকাল ৪টায় পরবর্তী ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ।

আপনার মতামত দিন