রোহিত শর্মার অন্যরকম রেকর্ড

জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে গত শুক্রবারের ম্যাচটি ছিল রোহিত শর্মার শততম ওয়ানডে ম্যাচ। টানা দ্বিতীয় ম্যাচ জিতে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে গেলেও ব্যাট হাতে এদিন ভালো কিছু করতে পারেননি রোহিত নিজে। ফিরে গেছেন মাত্র এক রানেই। তবে এরপরেও এ ম্যাচটি এই ডানহাতি স্টাইলিশ ব্যাটসম্যানের ক্যারিয়ারে হয়তো স্মরণীয় এক স্মৃতিD37F12C4AD3810701F186261E071E7ই হয়ে থাকবে। কারণ শুধু শততম ম্যাচ নয়, পাশাপাশি রোহিত এদিন বিরল এক রেকর্ডেরও মালিক হয়েছেন। ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসাবে কোন টেস্ট না খেলেই ছুঁয়েছেন শততম ওয়ানডের মাইলফলক।  প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০ এর বেশি গড় আর আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ছয় বছর কাটিয়ে দিলেও বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে এখনো সাদা জার্সি গায়ে চড়ানো হয়নি রোহিতের। ভারতের হয়ে তার যখন অভিষেক হয়, তখন দোর্দণ্ড প্রতাপের সাথে খেলে যাচ্ছেন শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষণরা। তাই টেস্ট অভিষেকটা যে এত সহজে হচ্ছে না সেটা বোঝা গিয়েছিল তখনই। তবে এখনো পর্যন্ত টেস্ট খেলতে না পারার কারণ হিসাবে রোহিত চাইলে দুষতে পারেন দুর্ভাগ্যকেও। কারণ, ২০১০’র ফেব্রুয়ারিতে তার টেস্ট অভিষেকটা প্রায় নিশ্চিতই ছিলো। দ্রাবিড়, লক্ষণ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দলে বিবেচিত না হওয়ায় নাগপুর টেস্টের দলে ডাকা হয় তাকে। কিন্তু টসের ঠিক আগ মুহূর্তে ইনজুরির শিকার হওয়ায় দুর্ভাগ্যজনকভাবে বাদ পড়েন রোহিত। তার বদলে অভিষেক হয় উইকেটকিপার ব্যাটসম্যান রিদিমান সাহার। পরের টেস্টে ঐ দুই ব্যাটসম্যানই দলে ফিরলে টেস্ট অভিষেক স্বপ্নই থেকে যায় রোহিতের জন্য।
টেস্ট ম্যাচ না খেলে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জনকারী খেলোয়াড়দের তালিকা :
রোহিত শর্মা (ভারত) ১০০,কিয়েরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ) ৮৫,জেমস হোপস (অস্ট্রেলিয়া) ৮৪,ইয়ান হারভে (অস্ট্রেলিয়া) ৭৩,ডেভিড হাসি (অস্ট্রেলিয়া) ৬৯,চামু চিবাবা (জিম্বাবুয়ে) ৬৩,দিনেশ মঙ্গিয়া (ভারত) ৫৭,ইউসুফ পাঠান (ভারত) ৫৭,ন্যাথান ম্যাককালাম (নিউজিল্যান্ড) ৫২,ভিক্রম সোলাঙ্কি (ইংল্যান্ড) ৫১

আপনার মতামত দিন