বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর ব্যবস্থাপনায়, প্রাইম ব্যাংক লিঃ এর পৃষ্ঠপোষকতায় এবং জেলা ফুটবল এসোসিয়েশন,শরীয়তপুরের তত্বাবধানে ১ম বিভাগ ফুটবল লিগের খেলা স্থানীয় জেলা ফুটবল  মাঠে কাল বিকাল ২-০০ মিনিটে অনুষ্ঠিত হয়। খেলায় সুপার ইলেভেন ব্রাদার্স ২-১ গোলে হারিয়েছে রাইজিং স্টার ধানুকাকে।সুপার ইলেভেনের শাওন ও প্রমি খেলার ২৮ ও ৫৫ মিনিটে দুটি গোল করে দলকে এগিয়ে নেয় । খেলার ৫৯ মিনিটে ধানুকার সালাম ১টি গোল পরিশোধ করতে সক্ষম হয় ।

আপনার মতামত দিন