সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ‘প্রাইম ব্যাংক প্রথম বিভাগ ফুটবল লীগ’২০১৩,গতকাল মঙ্গলবারের খেলায় জোড়দিয়া মডার্ণ স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে সপ্তগ্রাম রিক্রেয়েশন ক্লাব জয়লাভ করে। সপ্তগ্রাম রিক্রেয়েশন ক্লাবের পক্ষে আতাউর ১টি গোল করেন।সপ্তগ্রাম রিক্রেয়েশন ক্লাবের মুকুল হলুদ কার্ড পেয়েছেন। সপ্তগ্রাম রিক্রেয়েশন ক্লাব বনাম জোড়দিয়া মর্ডাণ স্পোর্টিং ক্লাবের খেলাটি প্যাভিলনে উপভোগ করেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বদরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দিন, লীগ কমিটির চেয়ারম্যান আহম্মদ আলী সরদার, মাহমুদ হাসান মুক্তি, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি, ট্রেজারার মাসুদ আলী, সদস্য শেখ ওলিয়ার রহমান, ডিএসএ’র আক্তারুজ্জামান মুকুল, আলতাপ, আনোয়ার হোসেন আনু, শেখ হেদায়েতুল ইসলাম এবং ডিএফএ ও ডিএসএ’র কর্মকর্তাবৃন্দ ।রেফারি ছিলেন আসাদ, শাহীন, মোশারফ ও বাবর আলী। আজকের খেলায় জোর প্রতিদ্বন্দ্বিতা করবে টাউন স্পোর্টিং ক্লাব বনাম পি কে ইউনিয়ন ক্লাব।
