ফুটবলারদের লাখ টাকা ও ফ্ল্যাট দিলেন হামিদ কারজাই

Afghanistan1দক্ষিণ এশিয়ার ফুটবল পরাশক্তি ভারতকে ফাইনালে ২-০ গোলে হারিয়ে কাঠমাণ্ডু থেকে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নিয়ে দেশে ফিরেছেন আফগান ফুটবলাররা। রোববার `জাতীয় বীর`দের সংবর্ধনা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই।  রাজধানী কাবুলে তাঁর ভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন খেলোয়াড় ও কোচদের। সাফ চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে থাকা প্রত্যেক খেলোয়াড় পাচ্ছেন এক লাখ আফগানির (১,৮০০ ডলার) সঙ্গে কাবুলে দুই রুমের নতুন ফ্ল্যাট। সংবর্ধনা অনুষ্ঠানে হামিদ কারজাই ফুটবলারদের লাখ টাকা ও ফ্ল্যাট দেবার ঘোষণা দিয়েছেন। হামিদ কারজাই বলেন,‘তোমাদের সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর, দেশের সব জনগণ এই জয় উদ্‌যাপন করেছে এবং তারা ভীষণ খুশি। অনেক দিন পর এ দেশের জনগণের আনন্দ ও সুখের কারণ তোমরা।` এছাড়া ফাইনালে ভারতের বেশ কয়েকটি প্রচেষ্টা রুখে দেন আফগান গোলরক্ষক। ফ্ল্যাটের সঙ্গে বিশেষ পুরস্কার হিসেবে এ গোলরক্ষক পাচ্ছেন আরো ২০ হাজার ডলার।

আপনার মতামত দিন