সুপার সাইন ক্যাবলস তৃতীয় বিভাগ ফুটবল লিগে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী  মোস্তফা কামাল স্টেডিয়ামে কাল একটি ম্যাচ অনুষ্ঠিত হয় । ম্যাচটিতে সমাজ কল্যাণ সংসদ মুগদা খিলগাঁও ফুটবল একাডেমীকে  ১-০ গোলে হারায় । খেলার ১৩ মিনিটে তানযিমুল হাসান একমাত্র গোলটি করে। অন্যদিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচটিতে বিকেএসপি ৬-১ গোলে হারিয়েছে দিপালী যুব সংঘকে।রাতুলের হ্যাট্রিক,রোহিত শর্মার ২গোল ও ফয়সালের ১গোলের সুবাদে এ বিশাল জয় পায় তারা । দিপালীর সুজন ১টি গোল পরিশোধ করতে সক্ষম হয় ।

আপনার মতামত দিন