ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ড
আজ শুক্রবার থেকে মাঠে গড়াচ্ছে। বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)। সকাল ৯টায় ম্যাচটি শুরু হবে। ঢাকা প্রিমিয়ার লিগে শক্ত দল গঠনের পরিকল্পনা থাকলেও লটারী ভাগ্যে সকল পরিকল্পনা ভেস্তে গেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের। বাণিজ্যিক ব্যাংকের এই ক্রিকেট ক্লাব গত লিগে প্রথম আত্মপ্রকাশ করে। প্রথমবার শিরোপা ছুঁতে না পারলেও হয়েছিল রানারআপ। ওয়ালটন প্রিমিয়ার লিগের শুরু থেকেই বিদেশী নির্ভর দল তৈরির ঘোষণা দিয়েছিল ক্লাবের কর্মকর্তারা। সেই ধারবাহিকতায় লিগের প্রথম থেকেই দুই শ্রীলংকানকে মাঠে নামিয়েছে তারা। তারা হলেন ভানুকা রাজাপাকসা ও সামান ডি জয়সা। এদের কল্যাণে সাফল্যও পেয়েছে। লিগের প্রথম রাউন্ডে শক্তিশালী ব্রাদার্সকে বড় ব্যবধানে হারায় তারা। দ্বিতীয় রাউন্ডে দলে যোগ দেয় অলরাউন্ডার জীভান মেন্ডিস। তবে দ্বিতীয় রাউন্ডে সাকিব বিহীন কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে হেরে যায় দলটি। দলে বিদেশী শক্তি বাড়াতে বুধবার রাতে ঢাকায় পৌছেছে জিম্বাবুয়ে দলের অধিনায়ক ব্রেনডন টেইলর। লিগের তৃতীয় রাউন্ডে প্রাইম ব্যাংকের হয়ে মাঠে নামবেন তিনি। এ লক্ষ্যে বৃহস্পতিবার বিকেল ৩টায় মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করেছে টেইলর। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে অপেক্ষাকৃত দূর্বল দল সিসিএস। প্রথম দুই রাউন্ডে দুটিতেই হেরেছে তারা। প্রথম রাউন্ডে আবাহনীর বিপক্ষে ২৪২ রানে এবং দ্বিতীয় রাউন্ডে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ১ উইকেটে। এদিকে লিগের চতুর্থ রাউন্ডে প্রাইম ব্যাংকে যোগ দিবেন শ্রীলংকার ক্রিকেট দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার থিরিমান্নে। ২৩ সেপ্টেম্বর ঢাকায় এসে পৌছবেন তিনি।


