বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে এবং ঢাকা মহানগরী ফুটবল লীগ কমিটির ব্যবস্থাপনায় গত ৪ জুন, ২০১৩ তারিখ হতে ‘সুপারসাইন তৃতীয় বিভাগ ফুটবল লীগ ২০১৩’ এর খেলা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হয়। এ লীগ -এর খেলার পয়েন্ট তালিকায় সর্বোচ্চ ২১ পয়েন্ট অর্জন করে নবাবপুর ক্রীড়া চক্র লীগের চ্যাম্পিয়ন দল হওয়ার গৌরব অর্জন করে।গতকাল নবাবপুর ক্রীড়া চক্র বনাম মাতুয়াইল উদয়ন সংসদ এর মধ্যকার খেলায় নবাবপুর ৪-১ গোলে মাতুয়াইলকে হারায়। নবাবপুর ক্রীড়া চক্র এর পক্ষে ২টি গোল করেন লিটন গাজী ৩ ও ৪১ মিনিটে, ইভান ৮২ মিনিটে অন্যটি ওন গোল এবং মাতুয়াইলের আলাউদিন ১৮ মিনিটে ১টি গোল শোধ করতে সক্ষম হয়।
