বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং পোলার আইসক্রীম-এর পৃষ্ঠপোষকতায় ‘পোলার আইসক্রীম ২১তম স্কুল হ্যান্ডবল টুর্ণামেন্ট (বালক ও বালিকা)-২০১৩’-এর গতকাল ২০ সেপ্টেম্বর, ২০১৩ তারিখ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ।অনুষ্ঠিত খেলার ফলাফল নিম্নে দেয়া হল ।
সকাল ৮টায়অনুষ্ঠিত খেলায় সেন্ট গ্রেগরীজ হাই স্কুল ২৩-৫ গোলে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। বিজয়ীদল প্রথমার্ধে ১২-৪ গোলে এগিয়ে ছিলো। সকাল ৮টা ৪৫মিনিটে অনুষ্ঠিত খেলায় স্কলাসটিকা ১৩-১১ গোলে বি.আই.এস.সিকে পরাজিত করে। বিজয়ীদল প্রথমার্ধে ৭-৬ গোলে এগিয়ে ছিলো। সকাল ৯টা ৩০মিনিটে অনুষ্ঠিত খেলায় প্লে-পেন ১৭-৭ গোলে সামার ফিল্ডকে পরাজিত করে। বিজয়ীদল প্রথমার্ধে ৯-৩ গোলে এগিয়ে ছিলো। সকাল ১০টা ১৫মিনিটে অনুষ্ঠিত খেলায় ওয়ারী উচ্চ বিদ্যালয় ৮-২ গোলে বনানী বিদ্যানিকেতনকে পরাজিত করে। বিজয়ীদল প্রথমার্ধে ৪-১ গোলে এগিয়ে ছিলো। সকাল ১১টায় অনুষ্ঠিত খেলায় সেন্ট গ্রেগরীজ হাই স্কুল ১৭-৭ গোলে স্কলাসটিকাকে পরাজিত করে। বিজয়ীদল প্রথমার্ধে ৯-৩ গোলে এগিয়ে ছিলো। সকাল ১১টা ৪৫মিনিটে অনুষ্ঠিত খেলায় বনানী বিদ্যানিকেতন ৮-৮ গোলে সামার ফিল্ড-এর সাথে ড্র করে। সামার ফিল্ড প্রথমার্ধে ৬-৪ গোলে এগিয়ে ছিলো। সকাল ১২টা ৩০মিনিটে অনুষ্ঠিত খেলায় ওয়ারী উচ্চ বিদ্যালয় ৭-৬ গোলে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুলকে পরাজিত করে। বিজয়ীদল প্রথমার্ধে ৫-৪ গোলে এগিয়ে ছিলো।
বালিকা বিভাগের খেলার ফলাফলঃ
দুপুর ২টায় অনুষ্ঠিত খেলায় বি.আই.এস.সি ১০-২ গোলে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। বিজয়ীদল প্রথমার্ধে ৫-১ গোলে এগিয়ে ছিলো। বিকেল ৩টায় অনুষ্ঠিত খেলায় সামার ফিল্ড ১১-০ গোলে হীড ইন্টারন্যাশনাল স্কুলকে পরাজিত করে। বিজয়ীদল প্রথমার্ধে ৬-০ গোলে এগিয়ে ছিলো। বিকেল ৩টা ৪৫মিনিটে অনুষ্ঠিত খেলায় ধানমন্ডি টিউটোরিয়াল ৫-৩ গোলে অগ্রনী স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। প্রথমার্ধে খেলাটি ৩-৩ গোলে ড্র ছিলো। বিকেল ৫টায় অনুষ্ঠিত খেলায় সাউথ ব্রীজ স্কুল ৬-১ গোলে অগ্রনী স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। বিজয়ীদল প্রথমার্ধে ০-০ গোলে এগিয়ে ছিলো।