চেলসি চার ম্যাচ পর পয়েন্ট হারানোর বৃত্ত থেকে বের হলো। শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে তারা ফুলহ্যামকে ০-২ গোলে হারিয়েছে। তবে চলতি মৌসুমে প্রথম হারের শিকার হয়েছে লিভারপুল। সাউদাম্পটনের কাছে ঘরের মাঠে তারা ১-০ গোলে হেরেছে। দুদলই তিন জয়, এক ড্র ও একটি হারে সমান ১০ পয়েন্ট পেয়েছে। তবে শীর্ষে চেলসিই। দ্বিতীয় লিভারপুল।দ্বিতীয়ার্ধের শুরুতেই ওসকারের গোলে এগিয়ে যায় চেলসি। আর প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ গোলের দেখা পান জন ওবি মিকেল। পশ্চিম লন্ডনের এই ডার্বিতে ৮৪ মিনিটে গোলটি করেন নাইজেরিয়ান এই মিডফিল্ডার। এর আগে ব্ল-দের জার্সি গায়ে ২০০৭ সালের জানুয়ারিতে এফএ কাপে গোল পেয়েছিলেন মিকেল। এনফিল্ডে লিভারপুল মাঠে নেমেছিল দাপট নিয়ে। কিন্তু ডেজান লভরেনের ৫৩ মিনিটের গোলে হার মানতে হয় তাদের। একই দিন লিগের অন্য ম্যাচে অ্যাস্টন ভিলা ১-০ গোলে জিতেছে নরউইচ সিটির মাঠে। হালসিটি টাইগার্স নিউক্যাসেলের মাঠে ৩-২ গোলে লিগের দ্বিতীয় জয় পেয়েছে। সমান ব্যবধানে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে তাদের মাঠে হারিয়ে এসেছে এভারটন। সান্দারল্যান্ডকে আতিথ্য জানিয়ে ৩-০ গোলের জয় পেয়েছে ওয়েস্ট ব্র“ম।
