“ওয়ালটন মোবাইল ওপেন টেবিল টেনিস প্রতিযোগিতা-২০১৩”-এর গতকালের খেলার ফলাফল নিম্নরূপঃ
পুরুষ দলগত ফাইনাল খেলার ফলাফলঃ
পুরুষ দলগত বিভাগে বাংলাদেশ বিমানের উদীয়মান খেলোয়াড়েরা ৩-১ সেটে শক্তিশালী শেখ রাসেল ক্রীড়াচক্রকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন এবং বিমান বাংলাদেশ দলের কোচ ক্যাপ্টেন মাকসুদ আহমেদ প্রশিক্ষণের মাধ্যমে অতি অল্প সময়ে তাঁর দলকে একটি শক্তিশালী দলে পরিণত করেন। তাঁর এই প্রশিক্ষণের ধারা অব্যাহত থাকলে টেবিল টেনিসে বিমান দল একটি ভাল অবস্থানে উন্নীত হবে।
১. জাভেদ (বিমান) ১১-৭, ১২-১৪, ১১-৭, ৯-১১, ১১-৭ পয়েন্টে রকি (শেখ রাসেল)কে পরাজিত করে।
২. রিগ্যান (বিমান) ৭-১১, ১১-৫, ৪-১১, ১১-৩, ১১-৯ পয়েন্টে হাসিব (শেখ রাসেল)কে পরাজিত করে।
৩. তুহিন (শেখ রাসেল) ৬-১১, ১১-৯, ৭-১১, ১১-৯, ১৩-১১ পয়েন্টে অন্তু (বিমান)কে পরাজিত করে।
৪. জাভেদ (বিমান) ৬-১১, ১১-৬, ১১-৫, ১১-৫ পয়েন্টে হাসিব (শেখ রাসেল) কে পরাজিত করে।
মহিলা দলগত ফাইনাল খেলার ফলাফল
মহিলা দলগত বিভাগে ৪টি দলের মধ্যে লীগ পদ্ধতিতে খেলায় লালবাগ টি টি ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মহিলা দলগত বিভাগে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে বি.আই.এস.এস ক্লাব। এছাড়া তৃতীয় স্থান অধিকার করে আবাহনী লিমিটেড।আজ বিকাল ৪-০০ টা হতে পুরুষ একক ও বালক এককের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।