বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ওয়াল্টন হাইটেক ইন্ডাষ্ট্রিজ লিঃ-এর পৃষ্ঠপোষকতায় “ওয়ালটন মোবাইল ওপেন টেবিল টেনিস প্রতিযোগিতা-২০১৩”-এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান গতকাল বিকালে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়াম, পল্টন, ঢাকায় অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এম.পি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাষ্ট্রিজ লিঃ-এর অতিরিক্ত পরিচালক জনাব এস এম ইকবাল বিন আনোয়ার এবং এটিএন বাংলার উপদেষ্টা (প্রোগ্রাম) জনাব নওয়াজীশ আলী খান। এ সময় ফেডারেশনের সহ-সভাপতি জনাব কাজী মঈনুজ্জামান পিলা, মিস জোবেরা রহমান লিনু, মিসেস মুনিরা মোর্শেদ হেলেন, সাধারণ সম্পাদক সৈয়দ কামরুল হুদা, যুগ্ম-সম্পাদক জনাব মোঃ সাইদুল হক সাদী, জনাব মোঃ সমীর উদ্দিন, সদস্য জনাব এনায়েত হোসেন মারুফ ছাড়াও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা এবং ক্রীড়ামোদী খেলোয়াড় ও সংগঠক উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রাক্তন মূখ্য-সচিব জনাব মোঃ আবদুল করিম।
গতকালের খেলার ফলাফলঃ
পুরুষ একক ঃ পলাশ – চ্যাম্পিয়ন (৪-৩)
রিপন – রানার আপ
মহিলা একক ঃ সোমা (আবাহনী) – চ্যাম্পিয়ন (৪-০)
রুমি (ডিআইএসএসসি) – রানার আপ
ক্যাডেট একক (অনুর্ধ্ব-১৫) ঃ সাব্বির (বিকেএসপি) – চ্যাম্পিয়ান (৩-০)
সাকিব (বিকেএসপি) – রানার আপ
(১১-৭, ১১-০, ১১-৫)
বালক একক (অনুর্ধ্ব-১৮) ঃ হৃদয় (অরুনিমা) – চ্যাম্পিয়ান (৩-১)
অন্তু (বিমান) – রানার আপ
