নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরোয়া সিরিজের জন্য বৃহস্পতিবার ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন দেশ সেরা পেসার মাশরাফি বিন মুর্তজা। তবে বাদ পড়েছেন শাহরিয়ার নাফীস। পায়ের চোটের কারণে গত মার্চ মাস থেকে দলের বাহিরে মাশরাফি। এবার পুরোপুরি ফিট হয়েই দলে জায়গা পেয়েছেন তিনি। ২৮ জনের প্রাথমিক দলে নতুন মুখ পেসার আল আমিন রাজু, অলরাউন্ডার সৌম্য সরকার ও লেগ স্পিনার নূর হোসেন। ডাক পাওয়া ক্রিকেটারদের আগামী মঙ্গলবার দলের ম্যানেজার নাঈমুর রহমান দূর্জয়ের নিকট রিপোর্ট করতে বলা হয়েছে। উল্লেখ্য, আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্যে জাতীয় দলের ম্যানেজার পদে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক দূর্জয়।
প্রাথমিক দল
মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, এনামুল হক, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাসির হোসেন, ইলিয়াস সানি, জিয়াউর রহমান, মাশরাফি বিন মুর্তজা, জহুরুল ইসলাম, শফিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, নাঈম ইসলাম, সোহাগ গাজী, রুবেল হোসেন, মমিনুল হক, শামসুর রহমান, মার্শাল আইয়ুব, রবিউল ইসলাম, ফরহাদ রেজা, মেহরাব হোসেন, সাজেদুল ইসলাম, আল-আমিন, এনামুল হক জুনিয়র, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুক্তার আলী ও নূর হোসেন।