টেস্ট স্কোয়াড ঘোষণা, নতুন মুখ পেসার রাজু

নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে প্রথম টেস্টের জন্যে দল ঘোষণা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্bd vs newzealandড (বিসিবি)। ১৪ সদস্যের দলে নতুন মুখ আল আমিন হোসেন রাজু। প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে ১৮টি উইকেট নিয়ে নির্বাচকদের নজরে আসে পেসার আল-আমিন।  প্রথম টেস্ট স্কোয়াড ছাড়াও তিন দিনের প্রস্তুতি ম্যাচের জন্যে দল ঘোষণা করেছে বিসিবি। এছাড়া বিসিবি ঘোষিত তিন দিনের প্রস্তুতি ম্যাচে খেলবেন সাকিব আল হাসান। আগামী ৪-৬ অক্টোবর চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ।

বিসিবি ঘোষিত ১৪ সদস্যের জাতীয় দল: মুশফিকুর রহিম (অধিনায়ক),  মাহমুদ্ল্লুাহ রিয়াদ (সহ-অধিনায়ক), আনামুল হক, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাসির হোসেন, আবদুর রাজ্জাক, নাঈম ইসলাম, সোহাগ গাজী, রুবেল হোসেন, মমিনুল হক, মার্শাল আইয়ুব, রবিউল ইসলাম ও আল-আমিন হোসেন রাজু।বিসিবি একাদশ (তিন দিনের প্রস্তুতি ম্যাচ) মাহমুদ্ল্লুাহ রিয়াদ (অধিনায়ক), আনামুল হক, সাকিব আল হাসান, জিয়াউর রহমান, নাঈম ইসলাম,শামসুর রহমান,মার্শাল আইয়ুব, সাজেদুল ইসলাম,সৌম্য সরকার,মুক্তার আলী,নূর হোসেন ও ফরহাদ রেজা।

আপনার মতামত দিন