ফেদেরারকে হারিয়ে ফাইনালে উঠেছেন নাদাল

federarএটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের ফাইনালে উঠেছেন নাদাল ।এখন পর্যন্ত ১৩টি গ্রান্ড স্ল্যাম শিরোপা জিতলেও বছর শেষের এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের শিরোপাটা একবারও হাতে তুলতে পারেননি রাফায়েল নাদাল। ২০১০ সালে ফাইনাল পর্যন্ত যেতে পারলেও শিরোপাটা ছিল অধরাই। রজার ফেদেরারের কাছে হেরে সেবার শিরোপাবঞ্চিত হতে হয়েছিল স্প্যানিশ তারকাকে। এবার সেই ফেদেরারকে হারিয়েই আক্ষেপ ঘোচানোর পথে আরেক ধাপ এগিয়ে গেলেন নাদাল। কাল লন্ডনে এটিপি মাস্টার্সের সেমিফাইনালে ফেদেরারকে ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে চলে গেছেন ফাইনালে। শেষ ভালো যার, সব ভালো তার। রাফায়েল নাদাল নিশ্চয়ই চাইবেন বছরের শেষ টুর্নামেন্টটা জিতে ‘মধুরেণ সমাপয়েৎ’ করতে। সে জন্য আরেকটা মাত্র ম্যাচ জিততে হবে তাঁর। ফেদেরার পরশু হুয়ান মার্টিন দেল পোত্রোকে হারিয়ে নিশ্চিত করেছিলেন সেমিফাইনাল। এ নিয়ে ফেদেরারের সঙ্গে ৩২টি ম্যাচের ২২টিতেই জিতলেন নাদাল। ফাইনালে নাদালের সঙ্গে যোগ দেবেন জোকোভিচ বা ভাভরিঙ্কাদের কেউ।

আপনার মতামত দিন