সোমবার শিরোপার লড়াইয়ে ফের নোভাক জকোভিচের কাছে হার মানলেন স্প্যানিশ তারকা। বেইজিং ফাইনালে হারের প্রতিশোধ নিয়ে এটিপি ট্যুর ফাইনাল্স শিরোপা হাতে নেওয়া হলো না রাফায়েল নাদালের। এ বছরের শুরু তার শঙ্কা নিয়ে। চোট কাটিয়ে আবার কোর্টে ফিরে পুরোনো ছন্দে ফিরতে পারবেন কি না, তা নিয়ে নিজেই ছিলেন সংশয়ে। অথচ সব সংশয় দূর করে দুর্দান্ত একটা বছর কাটলেন তিনি ।সাত মাস পর গত ফেব্রুয়ারিতে কোর্টে ফিরে এ বছর অংশ নিয়েছেন ১৭টি টুর্নামেন্টে। ১৪টিতেই ফাইনালে উঠে দুটি গ্র্যান্ড স্লামসহ শিরোপা জিতেছেন ১০টি । ফিরে পেয়েছেন র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। শেষটায় অবশ্য একটু আক্ষেপই থেকে গেল। বছরের শেষ শিরোপাটা নিজের কাছে রাখলেন সার্ব তারকা জকোভিচ। গত মাসে নাদালের কাছে শীর্ষস্থান হারানোর পর থেকেই কোর্টে আরো দাপট দেখাচ্ছেন জকোভিচ। বছরের শেষদিকে টানা চারটি শিরোপা জিতলেন সাবেক এক নম্বর। এনিয়ে লন্ডনের এরেনায় টানা দ্বিতীয় এটিপি ফাইনাল্স নিজের করে নিলেন সার্ব তারকা। দেড় ঘণ্টার দাপটের লড়াই শেষে ৬-৩, ৬-৪ গেমে হেরে নাদালের জন্য এটিপি ট্যুর ফাইনাল্স অধরাই থেকে গেল। দুই শীর্ষ তারকার ৩৯তম প্রতিদ্বন্দ্বিতা শেষে ১৭তম জয় পেলেন জকোভিচ। অবশ্য বছরের শেষ টুর্নামেন্ট হারলেও এক নম্বরে থেকেই শেষ করতে যাচ্ছেন স্প্যানিশ তারকা। এ বছর দুটি গ্র্যান্ড স্ল্যামসহ ১০টি শিরোপা জিতেছেন নাদাল। আর সার্ব তারকার দখলে গেল বছরের সপ্তম শিরোপা।
