বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ওয়ালটন এর পৃষ্ঠপোষকতায় ওয়ালটন ফেডারেশন কাপ ২০১৩ এর গ্র“প নির্ধারণের ড্র ও ফিকশ্চার প্রকাশ অনুষ্ঠান গতকাল রোববার বাফুফে ভবনে অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর হতে বঙ্গবন্ধু জাতীয় ষ্টেডিয়ামে শুরু হবে শিরোপার লড়াই। ওয়ালটন ফেডারেশন কাপে মোট বারটি দল অংশ নিচ্ছে এবার। এরমধ্যে বাংলাদেশ প্রফেশনাল লিগ থেকে দশটি দলসহ রহমতগঞ্জ ছাড়াও কোয়ালিফাই রাউন্ড বিজয়ী বারটি দল লড়াই করবে। ১৮ নভেম্বর ওয়ালটন ফেডারেশন কাপের কোয়ালিফাইং ম্যাচ বাংলাদেশ পুলিশ এসসি ও বিকেএসপি-এর মধ্যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই খেলার জয়ী দল বিজেএমসি ও ব্রাদার্স ইউনিয়ন এর সাথে গ্র“প ‘সি’তে লড়বে।ড্র ও ফিকশ্চার প্রকাশ অনুষ্ঠানে বাফুফের পক্ষে উপস্থিত ছিলেন বাফুফে সিনিয়র সহ-সভাপতি ও প্রফেশনাল ফুটবল লিগ কমিটি চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী, প্রফেশনাল ফুটবল লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান আব্দুর রহিম। এছাড়াও আমিরুল ইসলাম বাবু সদস্য-বাফুফে ও ডেপুটি চেয়ারম্যান- মিডিয়া কমিটি ফজলুর রহমান বাবুল এবং বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এবং টাইটেল স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন ইকবাল বিন আনোয়ার (ডন), এডিশনাল ডিরেক্টর গেমস্ এন্ড স্পোর্টস-ওয়ালটন ও ওয়ালটনের স্পোর্টস অ্যাম্বাসেডর জোবেরা রহমান লিনু। এছাড়াও ফেডারেশন কাপের অংশগ্রহণকারী ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গ্রুপিং ও সূচি
গ্র“প ‘এ’-শেখ জামাল, সকার ক্লাব ফেনী উত্তর বারিধারা ক্লাব
গ্র“প ‘বি’-শেখ রাসেল কেসি, মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম আবাহনী
গ্র“প ‘সি’-টিম বিজেএমসি, ব্রাদার্স ইউনিয়ন ও কোয়ালিফাইং দল
গ্র“প ‘ডি’-আবাহনী লিমিটেড ঢাকা, মোহামেডান স্পোর্টিং ক্লাব , রহমতগঞ্জ
২১ নভেম্বর আবাহনী-রহমতগঞ্জ ৩-৪৫ মি.
শেখ জামাল-উত্তর বারিধারা সন্ধ্যা ৬টা
২২ নভেম্বর বিজেএমসি-প্লে-অফের জয়ী ৩-৪৫ মি.
শেখ রাসেল-চট্টগ্রাম আবাহনী সন্ধ্যা ৬টা
২৩ নভেম্বর ফেনী-উত্তর বারিধারা ৩-৪৫ মি.
মোহামেডান-রহমতগঞ্জ সন্ধ্যা ৬টা
২৪ নভেম্বর ব্রাদার্স-প্লে-অফের জয়ী ৩-৪৫ মি.
মুক্তিযোদ্ধা-চট্টগ্রাম আবাহনী সন্ধ্যা ৬টা
২৫ নভেম্বর শেখ জামাল-ফেনী সকার ৩-৪৫ মি.
আবাহনী-মোহামেডান সন্ধ্যা ৬টা
২৬ নভেম্বর শেখ রাসেল-মুক্তিযোদ্ধা ৩-৪৫ মি.
ব্রাদার্স-বিজেএমসি সন্ধ্যা ৬টা
(সূচি শুধু গ্রুপ পর্বের । )সব ম্যাচ বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ।