৭টি একদিনের ম্যাচ খেলতে আগামী ২ ডিসেম্বর ঢাকায় পা রাখবে ওয়েষ্ট ইন্ডিজ অনুর্ধ্ব–১৯ ক্রিকেট দল। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করে। ঢাকায় পা রাখার সাথে সাথে অভ্যন্তরীণ রুটে চট্টগ্রামের উদ্দেশ্যে রওণা হবে ক্রিকেটাররা। ৪ ডিসেম্বর একটি প্রস্তুতি ম্যাচ দিয়ে সফর শুরু করবে ক্যারিবীয়ান। এরপর ৬ ডিসেম্বর চট্টগ্রাম জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে স্বাগতিক বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম তিনটি ম্যাচ (৬,৮,১১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে চট্টগ্রামের একই ভেন্যূতে। তবে তৃতীয় একদিনের ম্যাচটি কক্সবাজারে নবনির্মিত শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে বিসিবি। চতুর্থ ও পঞ্চম ওয়ানডে ম্যাচ দুটি (১৪ ও ১৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। এছাড়া সিরিজের শেষ দুটি ম্যাচ হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচদুটি অনুষ্ঠিত হবে ১৯ ও ২০ ডিসেম্বর। ২১ ডিসেম্বর নিজ দেশে ফিরে যাবে অনূর্ধ্ব-১৯ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ।
