মঙ্গলবার মার্কার ৭৫ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘লিজেন্ড অ্যাওয়ার্ড’ দেওয়া হয় এটিপি ওয়ার্ল্ড ট্যুর এক নম্বর তারকা রাফায়েল নাদালকে। স্প্যানিশ খেলাধুলাভিত্তিক দৈনিক পত্রিকার পাঠকদের ভোটে ইতিহাসের সেরা স্প্যানিশ ক্রীড়া তারকা নির্বাচিত হয়েছেন তিনি । চারবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন ম্যানুয়েল সান্তানাসহ বেশ কয়েকজন স্প্যানিশ লিজেন্ড এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুরস্কার হাতে উচ্ছ্বসিত ও আপ্লুত নাদাল বলেন, আমার সফলতার পেছনে যারা আছেন এবং আজ রাতে এখানে যারা নেই তাদের আমি ধন্যবাদ জানাই। টেনিসের সঙ্গে অন্য খেলার প্রতিও একই রকম ঝোক আমার আছে। ক্রীড়াজগতে স্পেনকে যারা উঁচু পর্যায়ে নিয়ে গেছে তাদের আমি ধন্যবাদ জানাই। অনেক অনেক ধন্যবাদ। এই রোমাঞ্চই খেলাধুলাকে ভিন্ন অনুভূতি এনে দিয়েছে। মার্কা ডটকমের ভোটে পাঁচবারের ট্যুর ডি ফ্রান্সজয়ী মিগুয়েল ইন্দুরেইন ও এনবিএ তারকা পাউ গ্যাসলকে হারিয়ে এই পুরস্কার জেতেন ১৩ গ্র্যান্ড স্ল্যামজয়ী তারকা। এই বছর ফেব্রয়ারিতে হাঁটুর গুরুতর চোট থেকে কোর্টে প্রত্যাবর্তন হয় নাদালের।
