মানিকগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ‘প্রাইম ব্যাংক প্রথম বিভাগ ফুটবল লীগ’১৩-এর গতকালের খেলায় দাউতিয়া বুলবুল ক্লাব সৌখিন স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে । খেলার ১৮ মিনিটে রুবেলের করা গোলে এগিয়ে যায় দাউতিয়া এরপর খেলার ৬৪ মিনিটে আবার বল জালে পাঠায় রুবেল । কিন্তু সৌখিন স্পোর্টিং ক্লাবের পক্ষে কেউই কোনো গোল পরিশোধ করতে পারেনি । মানিকগঞ্জ জেলা ফুটবল মাঠে বিকাল ৪ টায় খেলাটি অনুষ্ঠিত হয় ।
