আসছে ফ্রেঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট

5বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এর আদলে অনুষ্ঠিত হবে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। চারটি ফ্রেঞ্চাইজি নিয়ে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে এ মাসেই। টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে ক্রিকেটারদের মাঠে রাখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) আয়োজন করছে ফ্রেঞ্চাইজি ভিত্তিক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। ৬০ জন খেলোয়াড়কে নিয়ে এই টুর্নামেন্ট। সিলেটের নবনির্মিত বিভাগীয় স্টেডিয়ামে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে ফ্রেঞ্চাইজিদের কাছ থেকে সাড়া পেয়েছে বিসিবি। আগ্রহ প্রকাশ করেছে প্রাইম ব্যাংক,র‌্যাংগস গ্রুপ, ইসলামী ব্যাংক, বেক্সিমকো এবং আইএফআইসি। এদের মধ্য থেকে চারটি দলকে বেছে নিবে বিসিবি। বিষয়গুলো নিশ্চিত করে বিসিবি’র কমার্শিয়াল কমিটি এবং গেম  ডেভেলপমেন্ট কমিটির দুই চেয়ারম্যান কাজি ইনাম আহমেদ এবং খালেদ মেহমুদ সুজন। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ২০ লাখ টাকা এবং রানার্স আপ দলকে ১০ লাখ টাকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কমিটি। টুর্নামেন্টের সাম্ভাব্য তারিখ ২২ থেকে ২ জানুয়ারী।  প্রতিদিন অনুষ্ঠিত হবে ২টি করে ম্যাচ, সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করার কথা জিটিভি’র।

আপনার মতামত দিন