বিশ্বকাপ ফুটবলকে সামনে থেকে দেখার সৌভাগ্য পূরণ হলো ফুটবল প্রেমীদের। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও কোকাকোলার আয়োজনে বাংলার মাটিতে প্রথমবারের মতো আগমণ ঘটলো ফিফা বিশ্বকাপের ট্রফি। বুধবার সাধারণ দর্শনার্থীদের জন্যে উন্মুক্ত ছিল ট্রফি দেখার। সেই সুযোগকে কাজে লাগিয়ে সকাল থেকেই হোটেল র্যাডিসনে ট্রফি দেখতে ছুটে আসেন ফুটবল প্রেমীরা। বুধবার সকাল এগারোটায় রে্যডিসন হোটেলে দু’দিন ব্যাপী ফিফা বিশ্বকাপ ট্রফি প্রদর্শনের উদ্ধোধন করেন ডিএমপি পুলিশ কমিশনার বেনজির আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন, বাফুফের সভাপতি কাজি সালাউদ্দিন, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মঞ্জুর কাদের সহ বাফুফে ও কোকাকোলার কর্মকর্তাবৃন্দ। এরপর শুরু হয় সাধারণ দর্শনার্থীদের আগমণ। ইতিহাসের স্বাক্ষি হতে ট্রফির সঙ্গে তুললো ছবি তারা। ফুটবলপ্রেমীদের ভাষায়, ‘এ আনন্দ ভোলার নয়। অনেকদিন মনে থাকবে এ মুহুর্তটিকে। আমরা ইতিহাসের স্বাক্ষি হয়ে গেলাম, স্বপ্নের বিশ্বকাপের সোনার ট্রফির সঙ্গে ছবি তুলে।’ তবে তাদের কন্ঠে ছিল অনেক আশা কথা। অনেকেই বলেন, বাংলাদেশ একদিন ফিফা বিশ্বকাপ জয় করবে।’ জাতীয় দলের ফুটবলার আতিকুর রহমান মিশু বলেন, ‘আমাদের প্রজন্মের খেলোয়াড়রা বিশ্বকাপ খেলতে না পারলেও স্বপ্নের ট্রফিটাতো দেখতে পেরেছি। এটা ভাষায় প্রকাশ করার মতো নয়।’
