বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির (বিএসপিএ) বর্ষসেরা ক্রীড়া পুরস্কারের (২০১১ ও ২০১২ সাল) অনুষ্ঠানটি ১১ জানুয়ারি জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে অনুষ্ঠিত হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিশেষ অতিথী থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড.আ আ ম শ আরেফিন সিদ্দিক। এবারের বর্ষসেরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের টাইটেল স্পন্সর থাকছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন। এ উপলক্ষে শনিবার দুপুর ১২টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভা কক্ষে বিএসপিএ-ওয়ালটন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। ওয়ালটনের অতিরিক্ত পরিচালক (গেমস এন্ড স্পোর্টস) এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) এবং বিএসপিএ’র আয়োজক কমিটির সচিব আমিনুল হক মল্লিক দুই পক্ষের হয়ে চুক্তি স্বাক্ষর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএসপি’র সভাপতি রানা হাসান, সাধারণ সম্পাদক মোস্তফা মামুন, ওয়ালটনের স্পোর্টস এ্যাম্বাসেডর জোবেরা রহমান লিনু।
এক নজরে বর্ষসেরা পুরষ্কারের তালিকা (২০১১)
এসএ মহসিন ট্রফি(বর্ষসেরা ক্রীড়াবিদ) সিদ্দিকুর রহমান (গলফ)
ফুটবল মামুনুল ইসলাম
ক্রিকেট(পুরুষ) সাকিব আল হাসান
ক্রিকেট (মহিলা) সালমা খাতুন
জিমন্যাস্টিক সাইক সিজার
সংগঠক আ ই ম মোস্তফা কামাল
পৃষ্টপোষক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদ(দাবা) ফাহাদ রহমান
বিশেষ সম্মাননা (অ্যাথলেট) সাইদুর রব
এক নজরে বর্ষসেরা পুরষ্কারের তালিকা (২০১২)
এসএ মহসিন ট্রফি(বর্ষসেরা ক্রীড়াবিদ) তামিম ইকবাল(ক্রিকেটার)
হকি মামুনুর রহমান চয়ন
ক্রিকেট মুশফিকুর রহিম
দাবা এনামুল হোসেন রাজীব
কোচ (হকি) মাহবুব হারুন
বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদ(ক্রিকেট) সোহাগ গাজী
সংগঠক লুৎফর রহমান বাদল
পৃষ্ঠপোষক ওয়ালটন (আরবি গ্রুপ)
বিশেষ সম্মাননা রিয়াজ উদ্দিন আল মামুন