বাংলাদেশ প্রিমিয়ার লিগের স্পট ফিক্সিংয়ের জড়িতদের চূড়ান্ত পর্বের শুনানি শুরু হয়েছে রবিবার । এ্যান্টি-করাপশন ট্রাইবুন্যালের গুলশানের কার্যলয়ে এই শুনানি শুরু হয়। তবে শনিবার ট্রাইবুন্যালে কি ঘটেছে তা প্রকাশ করেনি তারা। এক সংবাদ বিঙ্ঘপ্তিতে ট্রাইবুন্যাল জানায়,‘ট্রাইবুন্যালে কি ঘটেছে মামলার সুবিধার্থে সকলের সামনে প্রকাশ করা যাচ্ছে না। আমরা কোন প্রশ্নের উত্তর দিতে পারছিনা। শুনানি নিয়মিত চলবে। আগামী শুনানি হবে মঙ্গলবার সকালে।’ এদিকে অভিযুক্ত গৌরব রাওয়াতের পক্ষে আইনজীবি মো: আরিফ-উল-হক ভূইয়া বলেন,‘আজকে আমদের প্রসেডিং শুরু হলো। আমরা আজকে কিছু অবজেকশন রেস করেছি প্রসিফিউশনের কাছে। যেহেতু এটা প্রোসেসিং এর বিষয় তাই আমরা কিছুই বলতে পারছিনা।’ এদিকে আজ ট্রাইব্যুনালের স্বশরীরে কেউ উপস্থিত ছিলেন না। অভিযুক্তদের পক্ষে উপস্থিত ছিলেন তাদের আইনজীবিরা। দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত নয় অভিযুক্তরা হলেন, ঢাকা গ্ল্যাডিয়েটরসের মোহাম্মদ আশরাফুল,পেসার মাহবুব আলম রবিন, স্পিনার মোশাররফ রুবেল, বোলিং কোচ মোহাম্মদ রফিকের নাম। আর বিদেশি খেলোয়াড়দের মধ্যে অভিযোগ উঠে লোকুয়ারাচ্চি ও ড্যারেন স্টিভেনস। এছাড়া ঢাকা গ্ল্যাডিয়েটরসের চেয়ারম্যান সেলিম চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরী ও প্রধান নির্বাহী গৌরব রাওয়াত।